কার্ট হকিন্স | |
---|---|
জন্ম নাম | ব্রায়ান মায়ার্স[১] |
জন্ম | [১] গ্লেন কোভ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র[১] | ২০ এপ্রিল ১৯৮৫
দাম্পত্য সঙ্গী | লিজি কারচার (বি. ২০১৫) |
সন্তান | ১ |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | ব্রেন্ডন মায়ার্স[১] ব্রায়ান মেজর[১] ব্রায়ান মেজরস[১] ব্রায়ান মায়ার্স[১] কার্ট হকিন্স [১] এমজে এপেলবলস[২] |
কথিত উচ্চতা | ৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মিটার)[২] |
কথিত ওজন | ২২৩ পা (১০১ কেজি)[২] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | কুইন্স, নিউ ইয়র্ক[২] |
প্রশিক্ষক | মিকি উইপরেক[১] |
অভিষেক | ২০০৪[১] |
ব্রায়ান মায়ার্স (জন্ম: এপ্রিল ২০, ১৯৮৫) হলেন একজন মার্কিন পেশাদার কুস্তিগির এবং প্রবর্তক। তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত রয়েছেন, যেখানে তিনি ডাব্লিউডাব্লিউই র ব্র্যান্ডে কার্ট হকিন্স নামে কুস্তি করেন। তিনি পূর্বে ২০০৬-২০১৪ পর্যন্ত ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত ছিলেন, কিছু সময় স্বাধীন সার্কিটে কুস্তি করা পর তিনি পুনরায় ২০১৬ সালে ডাব্লিউডাব্লিউইতে ফিরে এসেছেন।
মায়ার্স ২ বারের ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন। এর মধ্যে তিনি ১ বার ছিলেন ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম (জ্যাক রাইডারের সাথে) এবং অন্য বার ছিলেন ইমপ্যাক্ট রেসলিং ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন (ট্রেভর লির সাথে)।