কার্ডিফ সিটি ফুটবল ক্লাব

কার্ডিফ সিটি
পূর্ণ নামকার্ডিফ সিটি ফুটবল ক্লাব
ডাকনামদ্য ব্লুবার্ডস
সংক্ষিপ্ত নামসিএআর, সিসিএফসি, সিটি
প্রতিষ্ঠিত১৮৯৯; ১২৫ বছর আগে (1899)
(রিভারসাইড এএফসি হিসেবে)
মাঠকার্ডিফ সিটি স্টেডিয়াম
ধারণক্ষমতা৩৩,৩১৬[]
মালিকমালয়েশিয়া ভিনসেন্ট তান
সভাপতিইংল্যান্ড মেহমেত দালমান
ম্যানেজারতুরস্ক এরোল বুলুত
লিগইএফএল চ্যাম্পিয়নশিপ
২০২২–২৩২১তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

কার্ডিফ সিটি ফুটবল ক্লাব (ইংরেজি: Cardiff City Football Club; এছাড়াও কার্ডিফ সিটি এফসি অথবা শুধুমাত্র কার্ডিফ সিটি নামে পরিচিত) হচ্ছে কার্ডিফ ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৮৯৯ সালে রিভারসাইড অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কার্ডিফ সিটি তাদের সকল হোম ম্যাচ কার্ডিফের কার্ডিফ সিটি স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৩,৩১৬। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এরোল বুলুত এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মেহমেত দালমান। বর্তমানে ইংরেজ মধ্যমাঠের খেলোয়াড় জো রলস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, কার্ডিফ সিটি এপর্যন্ত ২৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১২টি ওয়েলশ কাপ, ১টি ইএফএল চ্যাম্পিয়নশিপ, ১টি এফএ কাপ এবং ১টি এফএ কমিউনিটি শিল্ড শিরোপা রয়েছে।

অর্জন

[সম্পাদনা]

উৎস:[]

প্রথম বিভাগ (প্রথম স্তর)

দ্বিতীয় বিভাগ / ইএফএল চ্যাম্পিয়নশিপ (দ্বিতীয় স্তর)

তৃতীয় বিভাগ দক্ষিণ / তৃতীয় বিভাগ (তৃতীয় স্তর)

চতুর্থ বিভাগ / তৃতীয় বিভাগ (চতুর্থ স্তর)

এফএ কাপ

এফএ চ্যারিটি শিল্ড

ফুটবল লিগ কাপ

ওয়েলশ কাপ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Premier League Handbook 2018–19" (পিডিএফ)Premier League। ৩০ জুলাই ২০১৮। ১২ মে ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৯ 
  2. "Cardiff City football club honours"11vs11.com। AFS Enterprises। ১২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]