ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | কার্ত হাপি জুমা[১] | ||
জন্ম | ২৭ অক্টোবর ১৯৯৪ | ||
জন্ম স্থান | লিওঁ, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | চেলসি | ||
জার্সি নম্বর | ১৫ | ||
যুব পর্যায় | |||
২০০৩–২০০৯ | ভো-অঁ-ভেল্যাঁ | ||
২০০৯–২০১১ | সেঁত-এতিয়েন | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১১–২০১৩ | সেঁত-এতিয়েন বি | ১০ | (২) |
২০১১–২০১৪ | সেঁত-এতিয়েন | ৫১ | (৪) |
২০১৪– | চেলসি | ৯৯ | (৬) |
২০১৪ | → সেঁত-এতিয়েন (ধার) | ১২ | (০) |
২০১৭–২০১৮ | → স্টোক সিটি (ধার) | ৩৪ | (১) |
২০১৮–২০১৯ | → এভার্টন (ধার) | ৩২ | (২) |
জাতীয় দল‡ | |||
২০১০ | ফ্রান্স অনূর্ধ্ব-১৬ | ৬ | (০) |
২০১০–২০১১ | ফ্রান্স অনূর্ধ্ব-১৭ | ১৭ | (১) |
২০১২ | ফ্রান্স অনূর্ধ্ব-১৯ | ১ | (০) |
২০১৩ | ফ্রান্স অনূর্ধ্ব-২০ | ৯ | (০) |
২০১৩–২০১৪ | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ৭ | (১) |
২০১৫– | ফ্রান্স | ৮ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৩:১২, ৭ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:১২, ৭ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
কার্ত হাপি জুমা (ফরাসি: Kurt Zouma; জন্ম: ২৭ অক্টোবর ১৯৯৪; কার্ত জুমা নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[৩] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
২০১০ সালে, জুমা ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৫ বছর যাবত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৫ সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ফ্রান্সের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮ ম্যাচে ১টি গোল করেছেন।
ব্যক্তিগতভাবে, জুমা বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৪–১৫ মৌসুমে চেলসির বর্ষসেরা যুব খেলোয়াড়ের পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, জুমা এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি সেঁত-এতিয়েনের হয়ে, ৪টি চেলসির হয়ে এবং ১টি ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে জয়লাভ করেছেন।
কার্ত হাপি জুমা ১৯৯৪ সালের ২৭শে অক্টোবর তারিখে ফ্রান্সের লিওঁয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।