কার্নেগী মেলন ইউনিভার্সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। এটি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিট্সবার্গ শহরে অবস্থিত।
- ক্লিফোর্ড গ্লেনউড শাল, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৯৪, অলিভার ই বাকলি কনডেন্সড ম্যাটার প্রাইজ (১৯৫৬)
- জন ফর্ব্স ন্যাশ, অর্থনীতিতে নোবেল পুরস্কার, ১৯৯৪, জন ভন নিউম্যান থিওরি প্রাইজ (১৯৭৮), আবেল প্রাইজ (২০১৫)
- এডওয়ার্ড প্রেস্কট, অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০০৪
- জন লুইস হল, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০০৫
- অলিভার উইলিয়ামসন, অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০০৯, জন ভন নিউম্যান অ্যাওয়ার্ড (১৯৯৯)
- ডেল টমাস মর্টেনসেন, অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০১০
- অ্যালেন নেওয়েল, টুরিং পুরস্কার ১৯৭৫, ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৯২)
- জেমস ডোনাল্ড মিন্ডল, আইইই মেডেল অব অনার ২০০৬, জে জে এবার্স অ্যাওয়ার্ড (১৯৮০), আইইইই সলিড-স্টেট সার্কিটস অ্যাওয়ার্ড (১৯৮৯)
- ক্লিনটন জোসেফ ডেভিসন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৩৭, কমস্টক প্রাইজ ইন ফিজিক্স (১৯২৮), এলিয়ট ক্রেসন মেডেল (১৯৩১), হিউস মেডেল (১৯৩৫)
- অটো ষ্টের্ন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার, ১৯৪৩
- হার্বার্ট সাইমন, অর্থনীতিতে নোবেল পুরস্কার ১৯৭৮, টুরিং পুরস্কার (১৯৭৫), ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৮৫), হ্যারল্ড পেন্ডার অ্যাওয়ার্ড (১৯৮৭), ভন নিউম্যান থিওরি প্রাইজ (১৯৮৮)
- জন পোপল, রসায়নে নোবেল পুরস্কার, ১৯৯৮আর্ভিং ল্যাংমুইর অ্যাওয়ার্ড (১৯৭০), ডেভি মেডেল (১৯৮৮), কপলি মেডেল (২০০২)
- অ্যালান পারলিস, প্রথম টুরিং পুরস্কার, ১৯৬৬, কম্পিউটার পাইওনিয়ার অ্যাওয়ার্ড (১৯৮৫)
- মার্টন মিলার, অর্থনীতিতে নোবেল পুরস্কার ১৯৯০
- লারস পিটার হ্যান্সেন, অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০১৩
- পল জন ফ্লোরি, রসায়নে নোবেল পুরস্কার ১৯৭৪, ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৭৪), প্রিস্টলি মেডেল (১৯৭৪), পার্কিন মেডেল (১৯৭৭), এলিয়ট ক্রেসন মেডেল (১৯৭১), পিটার ডিবাই অ্যাওয়ার্ড (১৯৬৯)
- পল সি লতেরবার, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০০৩, কিয়োটো প্রাইজ (১৯৯৪), আইইইই মেডেল অব অনার (১৯৮৭), ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৮৭), হার্ভে প্রাইজ (১৯৮৬)
- অ্যালেন নেওয়েল, টুরিং পুরস্কার ১৯৭৫
- ডানা স্টুয়ার্ট স্কট, টুরিং পুরস্কার ১৯৭৬
- রবার্ট বব ফ্লয়েড, টুরিং পুরস্কার ১৯৭৮
- রাজ রেড্ডি, টুরিং পুরস্কার ১৯৯৪
- ম্যানুয়েল ব্লাম, টুরিং পুরস্কার ১৯৯৫
- এডমুন্ড এম. ক্লার্ক, টুরিং পুরস্কার ২০০৭
- লেসলি ভ্যালিয়ান্ট, টুরিং পুরস্কার ২০১০