কার্ল গাথ জান্স্কি | |
---|---|
![]() | |
জন্ম | অক্টোবর ২২, ১৯০৫ ওকলাহোমা, যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ফেব্রুয়ারি ১৪, ১৯৫০ নিউ জার্সি, যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | আমেরিকান |
পরিচিতির কারণ | বেতার জ্যোতির্বিজ্ঞান |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | বেতার প্রকৌশল |
কার্ল গাথ জান্স্কি (ইংরেজি: Karl Guthe Jansky, অক্টোবর ২২, ১৯০৫ - ফেব্রুয়ারি ১৪, ১৯৫০) একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এবং বেতার
প্রকৌশলী। তিনি ১৯৩১ সালের আগস্ট মাসে সর্বপ্রথম আকাশগঙ্গা ছায়াপথ থেকে নিঃসরিত বেতার তরঙ্গ ধারণ এবং এর দিক নির্ধারণ করতে সমর্থ হন। তাকে বেতার জ্যোতির্বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বিজ্ঞানীদের মধ্যে অন্যতম বিবেচনা করা হয়। [১]
বেল টেলিফোন ল্যাবেরটরিতে কার্ল জান্স্কি একটা অ্যান্টেনা তৈরি করেন যা ২০.৫ মেগাহার্জ কম্পাঙ্কের (তরঙ্গদৈর্ঘ্য প্রায় ১৪.৬ মিটার) বেতার তরঙ্গ গ্রহণ করতে পারে। এটি একটি ঘুর্ণনক্ষম বস্তুর উপর বসানো হয়েছিল। ফলে এটিকে ৩৬০ ডিগ্রি ঘুরানো যেত। তাই এটিকে নাম দেওয়া হয়েছিল "জান্স্কির মেরি গো রাউন্ড"। এর ব্যাস প্রায় ১০০ ফুট (৩০ মিটার) ছিল ও উচ্চতায় এটি ২০ ফুট (৬মিটার) ছিল।
কয়েক মাস ধরে সকল দিক থেকে সিগন্যাল সংগ্রহ করার পর জান্স্কি তাদেরকে তিন ধরনের সিগন্যালে ভাগ করেনঃ নিকটবর্তী বজ্রসহ ঝড়ের সিগন্যাল, দূরবর্তী বজ্রসহ ঝড়ের সিগন্যাল ও খুবই ক্ষীন ও অজানা উৎসের একটি সিগন্যাল। তিনি প্রায় একবছর তৃতীয় ধরনের সিগন্যালের উৎস তদন্ত করেই কাটান। জান্স্কি প্রথমে ভেবেছিলেন এই সিগন্যালটি বোধহয় সূর্য থেকে এসেছে। কিন্তু পরবর্তীতে তিনি প্রমাণ করে দেখান এই ক্ষীন সিগন্যালটি আসলে আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে আসছে।
কার্ল জি জান্স্কির প্রকশানসমূহ: