কার্ল জিগলার | |
---|---|
জন্ম | নভেম্বর ২৬, ১৮৯৮ |
মৃত্যু | আগস্ট ১২, ১৯৭৩ | (বয়স ৭৪)
জাতীয়তা | জার্মানি |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব মারবুর্গ |
পরিচিতির কারণ | Ziegler–Natta catalyst |
পুরস্কার | লিবিগ মেডেল (১৯৩৫), War Merit Cross 2nd Class (1940), Werner von Siemens Ring (1961), রসায়নে নোবেল পুরস্কার (১৯৬৩) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | জৈব রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | Aachen University of Technology Max Planck Institute für Kohlenforschung |
ডক্টরাল উপদেষ্টা | Karl von Auwers |
কার্ল জিগলার (জন্ম: নভেম্বর ২৬, ১৮৯৮ - মৃত্যু: আগস্ট ১২, ১৯৭৩) একজন জার্মান রসায়নবিজ্ঞানী। তিনি পলিমারের উপর কাজের জন্য ১৯৬৩ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি মুক্ত-মূলক, বহুসদস্য বিশিষ্ট চক্র, জৈবধাতব যৌগসমূহ এবং জিগলার-নাটা প্রভাবক তৈরির জন্যও পরিচিত।
জিগলার ১৮৯৮ সালের ২৬ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯২০ সালে ইউনিভার্সিটি অব মারবুর্গ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯২৬ সালে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক নিযুক্ত হন।