![]() কার্ল ফন অসিয়েত্স্কি ১৯১৫ সালে | |
জন্ম | |
মৃত্যু | ৪ মে ১৯৩৮ | (বয়স ৪৮)
পেশা | জার্মান সাংবাদিক, রাজনৈতিক কর্মী |
দাম্পত্য সঙ্গী | Maud Lichfield-Wood (British) |
সন্তান | Rosalinde von Ossietzky-Palm |
পুরস্কার | শান্তিতে নোবেল পুরস্কার (১৯৩৫) |
কার্ল ফন অসিয়েত্স্কি জার্মান নোবেল বিজয়ী সাংবাদিক ও লেখক ছিলেন। সাংবাদিক ও সমালোচক হিসেবে তার খ্যাতি ছিল । হিটলারের জার্মানি কীভাবে ভার্সাই চুক্তি লঙ্ঘন করে পুনরায় সৈন্যসজ্জা শুরু করছে ও বিমান বাহিনী তৈরী করছে তা তিনি একটি রিপোর্টে সারা বিশ্বের কাছে প্রকাশ করে দেন । পরিণামে অবিলম্বে তিনি কারারুদ্ধ হন ১৯৩১ সালে।তার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের দেশদ্রোহের মামলা শুরু হয় । কারারুদ্ধ অবস্থাতেই তিনি ১৯৩৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।[১] তিনি প্রথম ব্যক্তি যিনি কারারুদ্ধ অবস্থাতে নোবেল পান ও কারারুদ্ধ অবস্থাতেই মারা যান ।