কার্ল ফের্ডিনান্ড ব্রাউন | |
---|---|
![]() কার্ল ফের্ডিনান্ড ব্রাউন | |
জন্ম | Fulda, Hesse-Kassel, জার্মানি | ৬ জুন ১৮৫০
মৃত্যু | ২০ এপ্রিল ১৯১৮ | (বয়স ৬৭)
জাতীয়তা | ![]() |
মাতৃশিক্ষায়তন | মারবুর্গ বিশ্ববিদ্যালয় বার্লিন বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | সিআরটি, ক্যাট্স হুইস্কার ডায়োড |
পুরস্কার | ![]() |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | উদ্ভাবন এবং পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | August Kundt |
ডক্টরেট শিক্ষার্থী | Leonid Isaakovich Mandelshtam |
কার্ল ফের্ডিনান্ড ব্রাউন[টীকা ১] (জন্মঃ ৬ জুন, ১৮৫০ - মৃত্যুঃ ২০ এপ্রিল, ১৯১৮) একজন জার্মান পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক ছিলেন। [১] তিনি ১৯০৯ সালে গুলিয়েলমো মার্কোনির সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ১৯০৯ সালে। [২] তার জন্ম জার্মানির ফুলদা নামক স্থানে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে মৃত্যুবরণ করেন। বেতার যোগাযোগ প্রতিষ্ঠায় তার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।