কার্লোস সরা আটারেস (স্প্যানিশ: জন্ম: ৪ জানুয়ারি, ১৯৩২) হলেন একজন স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক, ফোটোগ্রাফার ও লেখক। ১৬শ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লা কাজা ছবির জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালকের রৌপ্য ভালুক পুরস্কার লাভ করেন।[১] ১৮শ বার্লিন চলচ্চিত্র উৎসবে তিনি তার পিপারমিন্ট ফ্রেপ ছবির জন্য আবার ওই পুরস্কার লাভ করেছিলেন।[২] ১৯৮১ সালে ৩১শ বার্লিন চলচ্চিত্র উৎসবে তিনি তার ডেপ্রিসা, ডেপ্রিসা ছবির জন্য স্বর্ণ ভাল্লুক লাভ করেন।[৩]