![]() ২০১৫ সালে সিএসকেএ মস্কোর হয়ে স্ত্রান্দবার্গ | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | সেরইও কার্লোস স্ত্রান্দবার্গ | ||
জন্ম | ১৪ এপ্রিল ১৯৯৬ | ||
জন্ম স্থান | গোথেনবার্গ, সুইডেন | ||
উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল সাইলিয়াহ | ||
জার্সি নম্বর | ৯৯ | ||
যুব পর্যায় | |||
২০০২–২০০৪ | হিসিংবাকা | ||
২০০৫–২০১১ | হিসিংবাকা | ||
২০১২–২০১৩ | হেকেন | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১১ | হিসিংবাকা | ৫ | (০) |
২০১৩–২০১৪ | হেকেন | ৩০ | (৯) |
২০১৫–২০১৬ | সিএসকেএ মস্কো | ১৯ | (৫) |
২০১৫ | → উরাল ইয়েকাতেরিনবুর্গ (ধার) | ২ | (০) |
২০১৬ | → কালমার আলমেন্না (ধার) | ১২ | (৭) |
২০১৭ | ক্লাব ব্রুজ | ০ | (০) |
২০১৭ | → ভেস্টের্লো (ধার) | ৫ | (১) |
২০১৭–২০২০ | মালমো | ২৯ | (9) |
২০১৯ | → ওরেব্রু (ধার) | ১৯ | (৯) |
২০১৯–২০২০ | → আল হাজম (ধার) | ১৮ | (৯) |
২০২০–২০২১ | আল হাজম | ২৩ | (৫) |
২০২০–২০২১ | → আবহা (ধার) | ২৮ | (১৬) |
২০২২– | আল সাইলিয়াহ | ৯ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১৩ | সুইডেন অনূর্ধ্ব-১৭ | ৭ | (১) |
২০১৩–২০১৫ | সুইডেন অনূর্ধ্ব-১৯ | ১৩ | (৪) |
২০১৫–২০১৮ | সুইডেন অনূর্ধ্ব-২১ | ১৮ | (১৩) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৯:৫৯, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৯:৫৯, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
সেরইও কার্লোস স্ত্রান্দবার্গ (সুইডীয়: Carlos Strandberg; জন্ম: ১৪ এপ্রিল ১৯৯৬; কার্লোস স্ত্রান্দবার্গ নামে সুপরিচিত) হলেন একজন সুয়েডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কাতারের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর কাতার স্টার্স লিগের ক্লাব আল সাইলিয়াহ এবং সুইডেন জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৩ সালে, স্ত্রান্দবার্গ সুইডেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে সুইডেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
সেরইও কার্লোস স্ত্রান্দবার্গ ১৯৯৬ সালের ১৪ই এপ্রিল তারিখে সুইডেনের গোথেনবার্গে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
স্ত্রান্দবার্গ সুইডেন অনূর্ধ্ব-১৭, সুইডেন অনূর্ধ্ব-১৯ এবং সুইডেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে সুইডেনের প্রতিনিধিত্ব করেছেন।[৩] সুইডেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ৩৮ ম্যাচে অংশগ্রহণ করে ১৮টি গোল করেছেন।