কার্স অব দ্য পিঙ্ক প্যান্থার

কার্স অব দ্য পিঙ্ক প্যান্থার
জন আলভিনের অঙ্কিত প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
Curse of the Pink Panther
পরিচালকব্লেক এডওয়ার্ডস
প্রযোজকব্লেক এডওয়ার্ডস
টনি অ্যাডামস
রচয়িতাব্লেক এডওয়ার্ডস
জেফ্রি এডওয়ার্ডস
শ্রেষ্ঠাংশে
সুরকারহেনরি মানচিনি
চিত্রগ্রাহকডিক বুশ
সম্পাদকরবার্ট হ্যাথাওয়ে
রাফ ই. উইন্টার্স
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকএমজিএম/ইউএ এন্টারটেইনমেন্ট কোম্পানি
মুক্তি
  • ১২ আগস্ট ১৯৮৩ (1983-08-12)
স্থিতিকাল১০৯ মিনিট
দেশযুক্তরাজ্য
মার্কিন যুক্তরাজ্য
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১১ মিলিয়ন
আয়$৪,৪৯১,৯৮৬[]

কার্স অব দ্য পিঙ্ক প্যান্থার (ইংরেজি: Curse of the Pink Panther, অনুবাদ'পিঙ্ক প্যান্থারের অভিশাপ') ব্লেক এডওয়ার্ডস পরিচালিত ১৯৮৩ সালের ব্রিটিশ মার্কিন হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি দ্য পিঙ্ক প্যান্থার চলচ্চিত্র ধারাবাহিকের অষ্টম চলচ্চিত্র। এটি এই ধারাবাহিকের প্রধান তারকা পিটার সেলার্সের মৃত্যুর পর নির্মিত দুটি চলচ্চিত্রের প্রথম চলচ্চিত্র। পূর্ববর্তী চলচ্চিত্র ট্রেইল অব দ্য পিঙ্ক প্যান্থার ইনস্পেক্টর জাক ক্লুজো চরিত্রে সেলার্সের অভিনীত অব্যবহৃত দৃশ্যাবলি ব্যবহার করা হয়েছিল। এই চলচ্চিত্রে টেড ওয়াসকে ইনস্পেক্টর ক্লুজোর মত একজন অদক্ষ মার্কিন গোয়েন্দা ক্লিফটন স্লেই চরিত্রে নতুন প্রধান অভিনেতা হিসেবে উপস্থাপন করা হয়, যার উপর নিখোঁজ ক্লুজোকে খুঁজে বের করার দায়িত্ব বর্তায়।

চলচ্চিত্রটির শেষদিকে রজার মুরকে ক্লুজো চরিত্রে দেখা যায়। এটি ডেভিড নিভনের অভিনীত সর্বশেষ চলচ্চিত্র, যা মুক্তির দুই সপ্তাহ পূর্বে তিনি মারা যান। কাপুচিনে এই চলচ্চিত্রে তৃতীয় ও শেষবারের মত সিমন চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যর্থ হয় এবং সর্বোপরি নেতিবাচক প্রতিক্রিয়া লাভ করে।

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]

মূল্যায়ন

[সম্পাদনা]

চলচ্চিত্রটি বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ হয় এবং $১১ মিলিয়ন নির্মাণব্যয়ের বিপরীতে মাত্র $৪ মিলিয়ন আয় করে।[]

চলচ্চিত্রটি সর্বব্যাপী নেতিবাচক প্রতিক্রিয়া লাভ করে। পর্যালোচনা সংগ্রাহক ওয়েবসাইট রটেন টম্যাটোসে ১৩টি পর্যালোচনার ভিত্তিতে এর রেটিং স্কোর ৩১%।[] অন্যদিকে মেটাক্রিটিকেও ৮ জন সমালোচকের প্রতিক্রিয়ার ভিত্তিতে এর রেটিং স্কোর ৩১%, যা মূলত নেতিবাচক পর্যালোচনা নির্দেশ করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Curse of the Pink Panther"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  2. "Curse of the Pink Panther (1983)"রটেন টম্যাটোস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  3. "Curse of the Pink Panther"মেটাক্রিটিক। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]