Chrysopelea ornata | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
উপপর্ব: | Vertebrata |
শ্রেণী: | Reptilia |
বর্গ: | Squamata |
উপবর্গ: | Serpentes |
পরিবার: | Colubridae |
উপপরিবার: | Colubrinae |
গণ: | Chrysopelea |
প্রজাতি: | C. ornata |
দ্বিপদী নাম | |
Chrysopelea ornata (Shaw, 1802) |
কাল নাগিনী বা কালনাগ এক ধরনের সাপ।[১][২][৩] এরা লাফিয়ে অনেক দূর পর্যন্ত গ্লাইডিং করতে পারে।
এই সাপের তিনটি উপপ্রজাতি আছেঃ
এরা সাধারণত সবুজাভ হলুদের মাঝে লাল ও কালো ডোরাকাটা দাগযুক্ত হয়ে থাকে।
এরা আকারে ছোট হয়। এরা ২-৪.৫ ফুট লম্বা হয়। এদের দেহ হাল্কা ও এরা ভাল গাছ বাইতে পারে।
এরা সামান্য বিষধর, তবে সেই বিষ মানুষের কোন ক্ষতি করে না। এরা কলুব্রিড জাতীয় সাপ। তাই এটি নিরাপদ একটি সাপ।
এরা দিবাচর। এরা শান্ত স্বভাব এর সাপ। এগুলো লাজুক প্রকৃতির, দ্রুত চলতে পারে এবং ভয় পেলে পালাবে এমন স্বভাবের তবে বেশি বিরক্ত হলে কামড়াতে পারে। এরা সহজে কামড়ায় না। তাই সাপুড়েরা এদের সহজেই খেলা দেখাতে পারে। এরা ছোট জাতের গিরগিটি, বাদুড়, ইদুর খায়। পাশাপাশি পাখির ডিম এবং ছোট কীটপতঙ্গও খায়। শিকার করার পূর্বে শিকারকে এরা দীর্ঘক্ষন অনুসরণ করে। পরে ঘাড়ের দিকে কামড়ে শিকার ধরে।
এরা যখন ১ মিটার বা ৩.৩ ফিট এর মত লম্বা হয়, তখন থেকে এরা বয়োঃপ্রাপ্ত হয়। এরা সর্বোচ্চ ১১.৫ থেকে ১৩০ সেমি বা .৩৮ থেকে ৪.২৭ ফুট লম্বা হয়।
বাংলাদেশ, ভারত, মিয়ানমারসহ দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার অনেক দেশের জঙ্গলে এদের পাওয়া যায়।