কালচে নীল ঘাস Dark Grass Blue | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Lycaenidae |
গণ: | Zizeeria |
প্রজাতি: | Z. knysna |
দ্বিপদী নাম | |
Zizeeria knysna (Trimen 1862)[১] | |
প্রতিশব্দ | |
|
কালচে নীল ঘাস বা আফ্রিকান নীল ঘাস (ইংরেজি: Dark Grass Blue বা African Grass Blue) (বৈজ্ঞানিক নাম: Zizeeria knysna) নীল প্রজাপতি'র একটি প্রজাতি, যা সাধারণত আফ্রিকা, সাইপ্রাস এবং আইবেরিয়ান পেনিনসুলায় দেখা যায়।
কখনও কখনও একে (Zizeeria lysimon) জিজিরিয়া আইসিমন (হাবনার) মনে করা হয়, তবে তা ঠিক নয় কারণ ১৯৭০ সালে প্যাপিলিও লিসিমন স্টল (Papilio lisimon Stoll, [1790]) একে প্রজাপতির রিওডিনিডে গোত্রে অন্তর্ভুক্ত করেছেন।[২]
এদের ডানার দৈর্ঘ্য পুরুষদের ক্ষেত্রে ১৮-২৩ মিলিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে ২১-২৬ মিলিমিটার হয়ে থাকে।[৩] এই প্রজাপতিটিকে প্রায় সারা বছরই দেখা যায়।
এর লার্ভা Medicago, Melilotus, Acanthyllis, Armeria delicatula, Polygonum equisetiforme, Tribulus terrestris এবং Oxalis খেয়ে বেচে থাকে।