কালাও El Callao | |
---|---|
ডাকনাম: প্রশান্ত মহাসাগরের মুক্তা,[১] El Primer Puerto (The First Harbor). | |
Location within Peru | |
স্থানাঙ্ক: ১২°২′ দক্ষিণ ৭৭°৮′ পশ্চিম / ১২.০৩৩° দক্ষিণ ৭৭.১৩৩° পশ্চিম | |
দেশ | পেরু |
অঞ্চলসমূহ | কালাও |
প্রদেশসমূহ | কন্সটিটিউশনাল প্রভিন্স অফ কালাও |
Founded | ১৫৩৭ |
জেলাসমূহ | ৭টি জেলা |
সরকার | |
• মেয়র | ফেলিক্স মোরেনো |
আয়তন | |
• শহর | ১৪৬.৯৮ বর্গকিমি (৫৬.৭৫ বর্গমাইল) |
জনসংখ্যা (2011 est)[২] | |
• শহর | ৯,৯৯,৯৭৬ |
• পৌর এলাকা | ৮,৭৬,৮৭৭ |
• পৌর এলাকার জনঘনত্ব | ৫,৬৯০.৪/বর্গকিমি (১৪,৭৩৮/বর্গমাইল) |
• মহানগর | ৯৩,৬৭,৫৮৭ |
• Demonym | chalaco/a |
সময় অঞ্চল | PET (ইউটিসি-5) |
এলাকা কোড | 14 |
ওয়েবসাইট | www.municallao.gob.pe |
এল কালাও (/kɑːˈjɑː.oʊ/) পেরুর প্রধান সমুদ্রবন্দর। এই শহরকে বলা হয় প্রভিন্সিয়া কন্সটিটিউশনাল (সাংবিধানিক প্রদেশ) যা কালাও অঞ্চলের একমাত্র প্রদেশ। দেশের রাজধানী থেকে কালাও শহরের ঐতিহাসক কেন্দ্র ১৫ কি.মি. (৯.৩) দূরে অবস্থিত। কালাওয়ের উত্তর, দক্ষিণ ও পূর্বদিকে আছে লিমা প্রদেশ এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর।
এল কালাও গড়ে তোলে স্পেনীয় উপনিবেশকারীরা ১৫৩৭ সালে, লিমার (১৫৩৫) দুবছর পরে। কিছুকালের মধ্যে এটি প্রশান্ত মহাসাগরে স্পেনীয় বাণিজ্যের প্রধান বন্দরে পরিণত হয়। শহরটির নামকরণের উৎস অজানা, তবে ১৫৫০ সাল থেকেই এটি এই নামে পরিচিত।
১৯৪৯ সালের দিকে কালাও পরিচিত ছিল বিশ্বের অন্যতম বৃহৎ কোকোজাত দ্রব্য উৎপাদন ও কোকেন মাদক ব্যবসার কেন্দ্র হিসেবে।[৩]