কালোবাসক | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
অপরিচিত শ্রেণী (ঠিক করুন): | Ruellieae |
গণ: | Eranthemum |
প্রজাতি: | ক E. pulchellum |
দ্বিপদী নাম | |
ক E. pulchellum |
কালো বাসক অ্যাকান্থেসিয়া পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ। এই ফুলগুলো হিমালয়, পশ্চিম চীন, ভারত, নেপাল ও বাংলাদেশে পাওয়া যায়।[১] এই চিরসবুজ গুল্মের শক্ত শাখাপ্রশাখা রয়েছে। বাগানে এই গাছগুলোকে গুরুত্ব দেওয়ার কারণ হলো এর জেনশিয়ান নীল রঙের ফুল। ক্রান্তীয় অঞলে এমন ফুল খুব কম গাছেই দেখতে পাওয়া যায়।[২]