কাসালা كسلا আশ শারকিয়াহ | |
---|---|
রাজ্য | |
সুদানে অবস্থান। | |
স্থানাঙ্ক: ১৫°৪৫′ উত্তর ৩৫°৪৩′ পূর্ব / ১৫.৭৫০° উত্তর ৩৫.৭১৭° পূর্ব | |
দেশ | সুদান |
অঞ্চল | Eastern Sudan States Coordinating Council |
রাজধানী | কাসালা |
সরকার | |
• গভর্নর | শুন্য পদ |
আয়তন | |
• মোট | ৩৬,৭১০ বর্গকিমি (১৪,১৭০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০৬ (ধারণাকৃত)) | |
• মোট | ১১,৭১,১১৮ |
এইচডিআই (২০১৭) | ০.৪৫৩[১] low |
কাসালা (আরবি: كسلا, ১৯৯১-১৯৯৪ এর দিকে অ্যাশ শারকিয়াহ নামে পরিচিত ছিল) সুদানের ১৮ টি উইলিয়াতের (রাজ্য) মধ্যে একটি]]। এর আয়তন ৩৬,৭১০ কিমি২ এবং আনুমানিক জনসংখ্যা ১,৪০০,০০০ (২০০০) জন। কাসালা রাজ্যেটির রাজধানী। কাসালা রাজ্যের অন্যান্য শহরগুলোর মধ্যে রয়েছে সুবাস, হামাশকোরাইব, হালফা এল জাদিদা (নিউ হালফা), খাশম এল গিরবা এবং তেলকুক।[২]
২০১৬ সালে, কাসালা রাজ্য রুটির এক তীব্র ঘাটতির মুখোমুখি হয়েছিল।[৩]