কাসুকাবে 春日部市 | |
---|---|
বিশেষ নগর | |
সাইতামা প্রশাসনিক অঞ্চলে কাসুকাবের অবস্থান | |
সাইতামা প্রশাসনিক অঞ্চলে কাসুকাবের অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৫°৫৮′৩০.৯″ উত্তর ১৩৯°৪৫′৮.২″ পূর্ব / ৩৫.৯৭৫২৫০° উত্তর ১৩৯.৭৫২২৭৮° পূর্ব | |
Country | জাপান |
অঞ্চল | কান্তোও |
প্রশাসনিক অঞ্চল | সাইতামা প্রশাসনিক অঞ্চল |
আয়তন | |
• মোট | ৬৬.০০ বর্গকিমি (২৫.৪৮ বর্গমাইল) |
জনসংখ্যা (February 2016) | |
• মোট | ২,৩২,২৯৪ |
• জনঘনত্ব | ৩,৫২০/বর্গকিমি (৯,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | জাপান মান সময় (ইউটিসি+9) |
- গাছ | পলোনিয়া টোমেন্টোসা |
- ফুল | Wisteria |
- পাখি | Black-headed gull |
Phone number | 048-736-1111 |
Address | 6-2 Chuo, Kasukabe-shi, Saitama-ken 344-8577 |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কাসুকাবে (春日部市 Kasukabe-shi) হচ্ছে জাপানের মধ্য কান্তোও অঞ্চলের সাইতামা প্রশাসনিক অঞ্চলের একটি নগর। ১লা ফেব্রুয়ারি ২০১৬ মতে, শহরটিতে জনসংখ্যা ২৩২২৯৪ জন ছিল, এবং জনসংখ্যার ঘনত্ব প্ৰতি বৰ্গ কিলোমিটারে ৩৫২০ জন। শহরটির মোট আয়তন ৬৬ বৰ্গ কিলোমিটার। কাসুকাবে পাউলৌনিয়া কাঠ থেকে তৈরি কিরি-টাঞ্চু (桐箪笥), একটি ঐতিহ্যবাহী পোশাক, নিৰ্মাণের জন্যে বিখ্যাত। এখানে পাউলৌনিয়ার সাংস্কৃতিক এবং অর্থনৈতিক মূল্য আনুষ্ঠানিক শহর গাছ হিসেবে বিকাশ লাভ করেছে।
কাসুকাবে সাইসাইতামা প্রশাসনিক অঞ্চলের পূর্ব প্রান্তে অবস্থিত।
এদো শাসনামলে নিক্কো কাইদো রাজপথে নিক্কো'র সাথে কাইদো সংযুক্তির ফলে কাসুকাবের উন্নয়ন ঘটেছিল। মিনামিসাইতামা জেলা, সাইতামার ভিতর ১৮৮৯ সালের ১ এপ্ৰিল পৌরসভা গঠন করার মাধ্যমে আধুনিক কাসুকাবে শহর নিৰ্মাণ করা হয়। ১৯৪৪ সালের ১ এপ্ৰিল প্রতিবেশী গ্রাম উচিমাকি কাসুকাবের অন্তৰ্গত করা হয়। ১ জুলাই ১৯৫৪ সালে টোয়োহারু, টাকেসাটো, কমাটসু এবং টোয়োনো গ্রামসহ কাসুকাবেকে মহানগরের মৰ্যাদা দেয়া হয়। ১ অক্টোবর ২০০৫ সালে কাসুকাবেকে শাওয়া শহরে অন্তৰ্ভুক্ত করা হয় (কিতাকাৎসুকি জেলা থেকে)। স্থানীয় স্বায়ত্তশাসন বৃদ্ধি করে, কাসুকাবেকে ১লা এপ্ৰিল ২০০৮ সালে বিশেষ মহানগরের মৰ্যাদা প্ৰদান করা হয়।
কাসুকাবে মিশ্ৰিত অৰ্থনীতির এক আঞ্চলিক বাণিজ্যিক কেন্দ্ৰ।
কাসুকাবে জাপানের প্রথম দিকের দুটি রবিনসন্স ডিপার্টমেন্ট স্টোরের একটির আবাসভূমি , যা ২০১৩ সালের মার্চ মাসে সেইবো ডিপার্টমেন্ট স্টোরে পরিণত হয়। স্থানীয় বাসিন্দাদের জন্য বৃহৎ, সাত-তলা আমেরিকান-স্টাইলের দোকান একটি বৈশিষ্ট্যের লক্ষ্মণ। এটি কাসুকাবে স্টেশন এর পূর্ব দিকে অবস্থিত। যাইহোক, এওন মলের সম্ভাব্য সাথে প্রতিযোগিতায় পেরে না উঠে, ব্যবসার ঘাটতির জন্য সেইবো বন্ধ করে দিতে হয়।[৪]
স্টেশনের পশ্চিম প্রবেশধারের কাছে লালা গার্ডেন নামে, শপিং মল রয়েছে, যেখানে কতগুলি খুচরা দোকান রয়েছে; যেমন- উনিংলো, গ্যাপ, ABC-Mart, বড় বড় দোকান ও রয়েছে, ১০০ ইয়েন দোকান, এবং আরো বিভিন্ন ধরনের দোকান আছে। স্টেশনের পশ্চিম দিকে ইটো-ইউকাডো নামে দোকান ও রয়েছে।
মার্চ ২০১৩ সালে, জাতীয় রুট ১৬য় এওন মল খোলা হয়, যেখানে ক্রেতারা চাইলেই গাড়ি দিয়ে পৌঁছতে পারেন, বা স্টেশনের পশ্চিম প্রবেশধারের নিয়মিত বাস পরিষেবার মাধ্যমে আসতে পারেন। লালা গার্ডেন ও, এই মলের , মুভি থিয়েটার রয়েছে।
কাসুকাবে মাঙ্গা এবং আনিমে সিরিজের লাকি স্টার এবং ক্রেয়ন শিন-চ্যান স্থাপন করছে। শিন-চ্যানের নির্মাতা উশিতো উসুই ও কাসুকাবে'তে বাস করেন।[৫]