ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
---|---|
দূর হতে রেগিয়ে দে ক্যাসের্তা-র দৃশ্য | |
মানদণ্ড | সাংস্কৃতিক: i, ii, iii, vi |
সূত্র | ৫৪৯ |
তালিকাভুক্তকরণ | ১৯৯৭ (২১শ সভা) |
কাসের্তার প্রাসাদ (ইতালীয়: Reggia di Caserta; ইতালীয় উচ্চারণ: [ˌrɛddʒa di kaˈzɛrta], রেজ্জো দি কাসের্তা) দক্ষিণ ইতালীর ক্যাসের্তায় অবস্থিত একটি পুরাতন রাজকীয় বাসভবন যা নেপলসের রাজার জন্য নির্মাণ করা হয়েছিল। ১৮শ শতকে তৈরীর পর থেকেই এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ এবং ইউরোপের অন্যতম বড় ভবন হিসেবে পরিচিত। ১৯৯৭ সালে এটি ইউনেস্কো ঘোয়িত বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভূক্ত।[১]