কাস্কো ভিয়েজো | |
---|---|
পানামা সিটির ঐতিহাসিক জেলা | |
![]() কাস্কো ভিয়েজো’র রাস্তা | |
স্থানাঙ্ক: ৮°৫৭′০৯″ উত্তর ৭৯°৩২′০৬″ পশ্চিম / ৮.৯৫২৫০° উত্তর ৭৯.৫৩৫০০° পশ্চিম | |
দেশ | পানামা |
প্রদেশ | পানামা |
জেলা | পানামা |
শহর | পানামা সিটি |
প্রাতিষ্ঠানিক নাম | পানামা ভিয়োজে ও পানামা ঐতিহাসিক জেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থান |
ধরন | সাংস্কৃতিক |
মানদণ্ড | ২য়, ৪র্থ, ৬ষ্ঠ |
মনোনীত | ১৯৯৭ (২১শ অধিবেশন) |
সূত্র নং | ৭৯০ |
বর্ধিতকরণ | ২০০৩ |
রাষ্ট্রীয় অবস্থান | পানামা |
অঞ্চল | লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল |
কাস্কো ভিয়েজো (স্পেনীয়: Casco Antiguo de Panamá) পানামা সিটির ঐতিহাসিক জেলারূপে পরিচিত। এছাড়াও জেলাটি কাস্কো অ্যান্টিগু বা স্যান ফিলিপ নামেও পরিচিতি পাচ্ছে। ১৬৭৩ সালে এ জেলাটির গোড়াপত্তন ঘটে ও বসতি স্থাপন করা হয়। ১৫৭১ সালে কাছাকাছি থাকা মূল পানামা সিটি ধ্বংস হবার পর, ১৬৭১ সালে পানামা ভিয়েজোর প্রতিষ্ঠা পায়। এরপরই এ জেলাটির উৎপত্তি ঘটে। পরেরটি অবশ্য জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়েছিল। ১৯৯৭ সালে এর ঐতিহাসিক গুরুত্বতার কারণে প্যারিসভিত্তিক ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভূক্তি ঘটে।[১]
পানামা সিটি ১৫ আগস্ট, ১৫১৯ তারিখে প্রতিষ্ঠিত হয়। একশত বায়ান্নো বছর এর স্থায়িত্ব ছিল। জানুয়ারি, ১৬৭১ সালে শহরের গভর্নর জুয়ান পেরেজ দে গুজমানের শাসনামলে শহরটিতে আগুন লেগে যায়। এরপূর্বে জলদস্যু সরদার হেনরি মর্গ্যান শহরটিতে আক্রমণ করে ব্যাপক লুটতরাজ পরিচালনা করেন। ১৬৭২ আসলে অ্যান্টোনিও হার্নান্দেজ দে কর্ডোবা নতুন শহরের অবকাঠামো নির্মাণে অগ্রসর হন। ২১ জানুয়ারি, ১৬৭৩ তারিখে তিনি এর সন্ধান পান। এই শহরটি সম্পূর্ণভাবে উপত্যকায় নির্মিত হয়েছে যার চারদিকে সাগর দিয়ে ঘেরা ও মজবুত দেয়াল তৈরি করে প্রতিরক্ষা ব্যবস্থার নিশ্চায়ন করা হয়েছে।[২] বর্তমানে এই স্থানটি সংরক্ষিত অবস্থায় আছে। আধুনিক পানামা নগরীর প্রথম প্রতিষ্ঠান ও ভবন রয়েছে। এছাড়াও এটি কাস্কো ভিয়েজো নামে পরিচিত যার স্পেনীয় অর্থ হচ্ছে প্রাচীন শহর।