কি হুই কোয়ান | |||||||
---|---|---|---|---|---|---|---|
জন্ম | |||||||
জাতীয়তা | মার্কিন | ||||||
অন্যান্য নাম | জোনাথন কে হুই কোয়ান | ||||||
মাতৃশিক্ষায়তন | সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় | ||||||
পেশা |
| ||||||
কর্মজীবন | ১৯৮৪-২০০২; ২০২১-বর্তমান (অভিনয়) ২০০০-২০০৪ (নির্মাণ সহকারী) | ||||||
চীনা নাম | |||||||
ঐতিহ্যবাহী চীনা | 關繼威[১] | ||||||
| |||||||
ভিয়েতনামীয় নাম | |||||||
ভিয়েতনামী | Quan Kế Huy |
কি হুই কোয়ান (ইংরেজি: Ke Huy Quan; /kiːˈkwɑːn/; জন্ম: ২০ আগস্ট ১৯৭১), জোনাথন কি কোয়ান নামেও পরিচিত, একজন ভিয়েতনামীয়-মার্কিন অভিনেতা। কোয়ান ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অব ডুম (১৯৮৪)-এ শর্ট রাউন্ড ও দ্য গুনিস (১৯৮৫)-এ ডেটা চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন। এরপর তিনি সিটকম হেড অব দ্য ক্লাস (১৯৯১), ও চলচ্চিত্র এনচিনো ম্যান (১৯৯২)-এ অভিনয়ের পর কোন সুযোগ না পাওয়ায় অভিনয় বন্ধ করে দেন। তিনি ইউএসসি স্কুল অব সিনেম্যাটিক আর্টস থেকে চলচ্চিত্রের উপর ডিগ্রি অর্জন করেন। তিনি এরপর স্টান্ট সমন্বয়ক ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।
কোয়ান ২০২১ সালে অভিনয়ে ফিরেন। তিনি বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র এভরিথিং এভরিওয়েআর অল অ্যাট ওয়ান্স (২০২২)-এ অভিনয় করে বিপুল সমাদৃত হন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন এবং একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২]
বছর | চলচ্চিত্রের শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
১৯৮৪ | ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অব ডুম | শর্ট রাউন্ড | |
১৯৮৫ | দ্য গুনিস | রিচার্ড "ডেটা" ওয়াং | |
1986 | ইট টেকস আ থিফ | লিটল গুয়ান | |
১৯৮৭ | প্যাসেঞ্জার | রিক | |
১৯৯১ | ব্রিদিং ফায়ার | চার্লি মুর | |
১৯৯২ | এনচিনো ম্যান | Kim | |
১৯৯৬ | রেড পাইরেট | কোয়ান চিয়া চিয়াং | |
২০০২ | সেকেন্ড টাইম অ্যারাউন্ড | সিং ওং | |
২০২১ | ফাইন্ডিং 'ওহানা | জর্জ ফ্যান | |
২০২২ | এভরিথিং এভরিওয়েআর অল অ্যাট ওয়ান্স | ওয়েমন্ড ওয়াং | |
২০২৪ | দ্য ইলেক্ট্রিক স্টেট | ঘোষিত হবে | নির্মাণাধীন |
বছর | চলচ্চিত্রের শিরোনাম | ভূমিকা |
---|---|---|
২০০০ | এক্স-মেন | সহকারী মারপিট পরিচালক, অনুবাদক |
২০০১ | দি ওয়ান | সহকারী |
২০০৪ | টুয়েন্টি ফোর্টি সিক্স | সহকারী পরিচালক |