কিং অব দ্য রিং | |
---|---|
![]() ২০০০ সালে ডাব্লিউডাব্লিউএফ কিং অব দ্য রিং এর একটি দৃশ্য | |
সংস্থা | ডাব্লিউডাব্লিউই |
প্রথম অনুষ্ঠান | কিং অব দ্য রিং ১৯৯৩ |
সর্বশেষ অনুষ্ঠান | কিং অব দ্য রিং ২০১৯ |
কিং অব দ্য রিং হলো ডাব্লিউডাব্লিউই ভিত্তিক একটি পে-পার-ভিউ অনুষ্ঠান। এটি ডাব্লিউডাব্লিউই এর একটি বার্ষিক পে-পার-ভিউ অনুষ্ঠান, যা ১৯৯৩ সাল থেকে চলে আসছে।
টুর্নামেন্টটি ২০০৬ সাল এর পূর্বে স্ম্যাকডাউন লাইভ এর একটি এক্সক্লুসিভ অনুষ্ঠান ছিলো।কিন্তু ২০০৬ সাল থেকে র এবং স্ম্যাকডাউন উভয় ব্র্যান্ডের সুপারস্টারগণ এতে অংশ নিতে পারে। ২০০৮ এবং ২০১৫(ব্র্যান্ডভিত্তিকহীন টুর্নামেন্ট) সালে এই টুর্নামেন্ট এ ইসিডাব্লিউ এর সুপারস্টাররাও অংশ নিয়েছিলেন।
কিং অব দ্য রিং এমন একটি অনুষ্ঠান যেখানে ১৬ জন কুস্তিগির "সিঙ্গেল এলিমিনেশন ব্র্যাকেট" পদ্ধতিতে কুস্তি লড়েন। যখন কোনো কুস্তিগির বন্ধনিতে থাকা তার বিপক্ষ প্রতিযোগিকে হাড়িয়ে দেন, তখন পূর্বের বিজয়ী প্রতিযোগীর সাথে লড়াই করার সু্যোগ পান। অন্তিম বিজয়ী কুস্তিগিরকে অফিশিয়ালভাবে বিজয়ীর মুকুট পড়িয়ে দেওয়া হয়। কিং অব দ্য রিংকে ডাব্লিউডাব্লিউই এর সবচেয়ে বড় ৫ বার্ষিক পে-পার-ভিউ অনুষ্ঠানের মধ্যে একটি হিসেবে ধরা হয়। এর অপর চার অনুষ্ঠান হলো রয়্যাল রাম্বল, রেসলম্যানিয়া,সামারস্ল্যাম এবং সার্ভাইভার সিরিজ।
কিং অব দ্য রিং ডাব্লিউডাব্লিউই এর একমাত্র পে-পার-ভিও অনুষ্ঠান, যার একটি সিসনও ম্যাডিসন স্কয়ার গার্ডেন এ অনুষ্ঠিত হয়নি।
আয়োজন | তারিখ | শহর | স্থান | মূল আয়োজন | তথ্যসূত্র | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
কিং অব দ্য রিং ১৯৯৩ | জুন ১৩, ১৯৯৩ | ডেটোন, ওহাইও | নাট্টার সেন্টার | ব্রেট হার্ট বনাম বাম বাম বিগেলো ১৯৯৩ সালের কিং অব দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এ মুখোমুখি হয়েছিলেন | [১][২] | |||||
কিং অব দ্য রিং ১৯৯৪ | জুন ১৯, ১৯৯৪ | বাল্টিমোরে, মারিয়াল্যান্দ | বাল্টিমোরে এড়িনা | জেরি ললার বনাম রোডি পাইপার | [৩][৪] | |||||
কিং অব দ্য রিং ১৯৯৫ | জুন ২৫, ১৯৯৫ | ফিলাডেল্ফিয়া, পেন্সিলভেনিয়া | দ্য স্পেক্ট্রাম | সাইকো সিড এবং টাতান্কা বনাম ডিসেল এবং বাম বাম বিগলো | [৫] | |||||
কিং অব দ্য রিং ১৯৯৬ | জুন ২৩, ১৯৯৬ | মিলউকে, উইস্কোন্সিন | এমইসিসিএ এড়িনা | দ্য ব্রিটিশ বুলডগ বনাম শন মাইকেলস (চ) ম্যাচটি হয়েছিলো ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর জন্য এবং এতে স্পেশাল গেস্ট রেফারি ছিলেন মিঃ পারফেক্ট | [৬] | |||||
কিং অব দ্য রিং ১৯৯৭ | জুন ৮, ১৯৯৭ | প্রভিডেন্স, ড়োড আইল্যান্ড | প্রভিডেন্স সিবিক সেন্টার | ফারুক বনাম দ্য আন্ডারটেকার (চ) ম্যাচটি ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর জন্য হয়েছিলো | [৭] | |||||
কিং অব দ্য রিং ১৯৯৮ | জুন ২৮, ১৯৯৮ | পিটস বার্গ, পেন্সিলভেনিয়া | পিটসবার্গ সিবিক এড়িনা | স্টোন কোল্ড স্টিভ অস্টিন (চ) বনাম কেইন, এটিই ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর জন্য প্রথম ব্লাড ম্যাচ | [৮] | |||||
কিং অব দ্য রিং ১৯৯৯ | জুন ২৭, ১৯৯৯ | গ্রিন্সবোরো, নর্থ ক্যারেলিনা | গ্রিন্সবোরো কোলেসিয়াম | ভিন্স ম্যাকম্যান এবং শেন ম্যাকম্যান বনাম স্টোন কোল্ড স্টিভ অস্টিন ল্যাডার ম্যাচ খেলেছিলেন ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন এর কন্ট্রোল নেওয়ার জন্য | [৯][১০] | |||||
কিং অব দ্য রিং ২০০০ | জুন ২৫, ২০০০ | বোস্টন, ম্যাচাটুসেস | ফ্লিট সেন্টার | দ্য ম্যাকম্যান-হেল্মস্লে ফেক্সন (ট্রিপল এইচ (চ), শেন ম্যাকম্যান এবং ভিন্স ম্যাকম্যান) বনাম দ্য রক, কেইন এবং দ্য আন্ডারটেকার ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর জন্য | [১১] | |||||
কিং অব দ্য রিং ২০০১ | জুন ২৪, ২০০১ | ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি | কন্টিনেন্টাল এয়ারলাইন্স এড়িনা | ক্রিস জেরিকো বনাম ক্রিস বেনোইট বনাম স্টোন কোল্ড স্টিভ অস্টিন (চ) ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর জন্য | [১২] | |||||
কিং অব দ্য রিং ২০০২ | জুন ২৩, ২০০২ | কলাম্বস, ওহাইও | ন্যাশনওয়াইড এড়িনা | দ্য আন্ডারটেকার (চ) বনাম ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউই আন্ডিস্পিউটেড চ্যাম্পিয়নশিপ এর জন্য | [১৩] | |||||
কিং অব দ্য রিং ২০১৫ | এপ্রিল ২৮, ২০১৫ | মোলিন, এলিনয়েস | ইওয়ারলেস সেন্টার | ব্যাড নিউস ব্যারেট বনাম ণেবিলে ২০১৫ সালের কিং অব দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল খেলেছিলেন | [১৪] | |||||
(চ) – নির্দেশনাটি চ্যাম্পিয়নকে নির্দেশ করে
|