ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফ্রান্সিস্কো কাসিয়া কর্তেস[১] | ||
জন্ম | [১] | ২ অক্টোবর ১৯৮৬||
জন্ম স্থান | আলকোভার, স্পেন | ||
উচ্চতা | ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | লিডস ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ১৩ | ||
যুব পর্যায় | |||
২০০০ | হিমনাস্তিক | ||
২০০০–২০০৪ | রিয়াল মাদ্রিদ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৪–২০০৬ | রিয়াল মাদ্রিদ সি | ৮ | (০) |
২০০৬–২০০৭ | রিয়াল মাদ্রিদ বি | ৫ | (০) |
২০০৭–২০০৮ | এস্পানিওল বি | ২৫ | (০) |
২০০৮–২০১৫ | এস্পানিওল | ১১৫ | (০) |
২০০৮–২০১০ | → কাদিস (ধার) | ৬৬ | (০) |
২০১০–২০১১ | → কার্তাহেনা (ধার) | ৩৫ | (০) |
২০১৫– | রিয়াল মাদ্রিদ | ২৫ | (০) |
২০১৯– | লিডস ইউনাইটেড | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০৫ | স্পেন অনূর্ধ্ব-১৯ | ৩ | (০) |
২০০৮ | স্পেন অনূর্ধ্ব-২১ | ১ | (০) |
২০১৪– | স্পেন | ১ | (০) |
২০১০– | কাতালোনিয়া | ৫ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৯ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৮ নভেম্বর ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক। |
ফ্রান্সিস্কো "কিকো" কাসিয়া কর্তেস (স্পেনীয় উচ্চারণ: [ˈkiko kaˈsiʎa]; জন্ম: ২ অক্টোবর ১৯৮৬) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি ইংরেজ ক্লাব লিডস ইউনাইটেড এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।
তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন, কিন্তু সেসময় তিনি বদলি দলের একজন সদস্য হিসেবে দলে ছিলেন। অতঃপর তিনি স্পেনীয় ক্লাব এস্পানিওলে যোগদান করেন, যেখানে তিনি ৬ মৌসুমে ১২৬টি ম্যাচ খেলেছেন। অবশেষে তিনি তার পুরাতন ক্লাবে ২০১৫ সালে যোগদান করেন, যার সাথে তিনি ৩টি উয়েফা চ্যাম্পিয়নস লীগ শিরোপা জয়লাভ করেছেন। তিনি বর্তমানে কেইলর নাভাসের বদলি গোলরক্ষক হিসেবে রিয়াল মাদ্রিদে খেলেতেন।চেলসি থেকে থিবো কোর্তোয়া আসার পর তৃতীয় পছন্দ হয়ে যান।