লেখক | ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানি |
---|---|
মূল শিরোনাম | كتاب الآثار |
দেশ | মধ্যপ্রাচ্যের কোন দেশ |
ভাষা | আরবি |
ধরন | হাদিস সংকলিত কিতাব |
হাদিথ |
---|
বিষয়ের উপর ধারাবাহিকভাবে লিখিত |
|
কিতাবুল আসার (আরবি: كتاب الآثار ; ইংরেজি: Kitabul Asar), ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানী (১৩২ হিজরী - ১৮৯ হিজরি) রচিত পূর্ববর্তী একটি হাদিস গ্রন্থ।[১] এই গ্রন্থটি একদা ইমাম আবু হানিফার প্রতি আরোপ করা হয়েছে। [২]
বইটিতে মাকতাবা শামিলা অনুসারে প্রায় এক হাজার হাদিস রয়েছে। এটি রচিত প্রাচীনতম হাদিস গ্রন্থগুলির মধ্যে একটি।[৩] বইটিতে অনেক হাদিস রয়েছে যা নবী মুহাম্মদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছে অন্যদিকে সাহাবা (নবি মুহাম্মদের সাহাবী) এর বর্ণনা রয়েছে। এর কিছু হাদিস সাহাবাদের ছাত্রদেরও রয়েছে বলে আরোপিত করা হয়েছে।[৪]
বইটি বিশ্বের অনেক প্রকাশনা সংস্থা প্রকাশ করেছে: