কিনিচ আহাউ প্যাটারা (ইংরেজি: Kinich Ahau Patera) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি প্যাটারা (স্ক্যালোপ-আকৃতির প্রান্তভাগ-যুক্ত এক ধরনের জটিল অভিঘাত গহ্বর)। এটির ব্যাস প্রায় ৪৫ কিলোমিটার এবং স্থানাঙ্ক ৪৯°২১′ উত্তর ৩১০°১৫′ পশ্চিম / ৪৯.৩৫° উত্তর ৩১০.২৫° পশ্চিম। এটির নামকরণ করা হয়েছে মায়ান সূর্যদেবতা কিনিচ আহাউর নামানুসারে।[১] কিনিচ আহাউ প্যাটারের উত্তরপূর্বে ড্যাজবোগ প্যাটারা, দক্ষিণ-দক্ষিণপূর্বে আমাতেরাসু প্যাটারা এবং দক্ষিণপশ্চিমে মানুয়া প্যাটারা অবস্থিত।[২]