কিপ লেফট (পুস্তিকা)

কিপ লেফট ছিল ১৯৪৭ সালে যুক্তরাজ্যে প্রকাশিত নিউ স্টেটসম্যান দ্বারা মাইকেল ফুট, রিচার্ড ক্রসম্যান এবং ইয়ান মিকার্দো যৌথভাবে লেখা একটি পুস্তিকা।[][] এটি একটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক "তৃতীয় শক্তি" বৈদেশিক নীতির পক্ষে, একটি সমাজতান্ত্রিক ইউরোপ যা মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনভাবে কাজ করে, শ্রম পররাষ্ট্র সচিব আর্নেস্ট বেভিনের আমেরিকাপন্থী বৈদেশিক নীতির বিরুদ্ধে। কিপ লেফট ছিল ১৯৪৫-৫১ সালের লেবার সরকার থেকে লেবার বামদের ভিন্নমতের একটি মূল বক্তব্য।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Jones, Mervyn (২০১০-০৩-০৩)। "Michael Foot obituary"The Guardian (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৩ 
  2. "Obituary: Ian Mikardo"The Independent (ইংরেজি ভাষায়)। ১৯৯৩-০৫-০৭। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]