ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২৬ নভেম্বর ১৯৯৩ | ||
জন্ম স্থান | ইনছন, দক্ষিণ কোরিয়া | ||
উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাশিমা অ্যান্টলার্স | ||
জার্সি নম্বর | ২০ | ||
যুব পর্যায় | |||
২০১২–২০১৪ | কুয়াংউন বিশ্ববিদ্যালয় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৬ | ভেগালতা সেন্দাই | ১৯ | (৪) |
২০১৭–২০২১ | হোক্কাইদো কোন্সাদোলে | ১০৮ | (১) |
২০২১ | → নাগোইয়া গ্রাম্পাস (ধার) | ১২ | (১) |
২০২২– | কাশিমা অ্যান্টলার্স | ৬ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৫–২০১৬ | দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ | ১০ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:৩৭, ১ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:৩৭, ১ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
কিম মিন-তে (কোরীয়: 김민태; হাঞ্জা: 金眠泰, ইংরেজি: Kim Min-tae; জন্ম: ২৬ নভেম্বর ১৯৯৩) হলেন একজন দক্ষিণ কোরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাশিমা অ্যান্টলার্সের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৫ সালে, মিন-তে দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
কিম মিন-তে ১৯৯৩ সালের ২৬শে নভেম্বর তারিখে দক্ষিণ কোরিয়ার ইনছনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
মিন-তে দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ১০ ম্যাচে অংশগ্রহণ করেছেন।