কিম হান্টার

কিম হান্টার
ইংরেজি: Kim Hunter
১৯৫৬ সালে হান্টার
জন্ম
জ্যানেট কোল

(১৯২২-১১-১২)১২ নভেম্বর ১৯২২
মৃত্যুসেপ্টেম্বর ১১, ২০০২(2002-09-11) (বয়স ৭৯)
নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৪৩-২০০১
দাম্পত্য সঙ্গী
  • উইলিয়াম বল্ডউইন
    (বি. ১৯৪৪; বিচ্ছেদ. ১৯৪৬)
  • রবার্ট এমেট
    (বি. ১৯৫১; মৃ. ২০০০)
সন্তান
পুরস্কারপূর্ণ তালিকা

কিম হান্টার (ইংরেজি: Kim Hunter; জন্ম: জ্যানেট কোল; ১২ নভেম্বর ১৯২২ - ১১ সেপ্টেম্বর ২০০২) একজন মার্কিন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ছিলেন। তিনি টেনেসি উইলিয়ামসের আ স্ট্রিটকার নেমড ডিজায়ার মঞ্চনাটকে স্টেলা কোয়াল্‌স্কি চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং এর ১৯৫১ সালের চলচ্চিত্ররূপে একই চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি প্ল্যানেট অব দি এপস (১৯৬৮) এবং এর অনুবর্তী পর্ব বিনিথ দ্য প্ল্যানেট অব দি এপস (১৯৭০) ও এসকেপ ফ্রম দ্য প্ল্যানেট অব দি এপস (১৯৭১) চলচ্চিত্রে শিম্পাঞ্জি জিরা চরিত্রে অভিনয় করেন।

টেলিভিশনে তিনি দি এজ অব নাইট সোপ অপেরায় নোলা ম্যাডিসন চরিত্রে অভিনয় করে ডেটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[] এছাড়া তিনি নাট্যধর্মী ব্যাকস্টেয়ার্স অ্যাট দ্য হোয়াইট হাউজ-এ ফার্স্ট লেডি এলেন অ্যাক্সসন উইলসন চরিত্রে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

হান্টার ১৯২২ সালের ১২ই নভেম্বর মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে জন্মগ্রহণ করেন। তার মাতা গ্রেস লিন্ড কনসার্ট পিয়ানোবাদক হিসেবে প্রশিক্ষিত ছিলেন এবং পিতা ডোনাল্ড কোল রেফ্রিজারেশন প্রকৌশলী ছিলেন।[] তিনি ইংরেজ ও ওয়েলশ বংশোদ্ভূত।[] হান্টার মায়ামি বিচ হাই স্কুলে পড়াশোনা করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

হান্টারের অভিনীত প্রথম চলচ্চিত্র হল ১৯৪৩ সালের ভীতিপ্রদ দ্য সেভেন্থ ভিক্টিম। এরপর তিনি ডেভিড নিভনের বিপরীতে ১৯৪৬ সালের ব্রিটিশ কাল্পনিক চলচ্চিত্র আ ম্যাটার অব লাইফ অ্যান্ড ডেথ-এ অভিনয় করেন। ১৯৪৭ সালে তিনি টেনেসি উইলিয়ামসের আ স্ট্রিটকার নেমড ডিজায়ার নাটকের মূল ব্রডওয়ে মঞ্চায়নে স্টেলা কোয়াল্‌স্কি চরিত্রে অভিনয় করেন। ১৯৫১ সালে তিনি এই নাটকের চলচ্চিত্ররূপে একই চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[][] ইতোমধ্যে ১৯৪৮ সালে তিনি এই চলচ্চিত্রের তার সহশিল্পী মার্লোন ব্রান্ডোকার্ল মালডেন-সহ ৪৭ জনের সাথে নব্য গঠিত অ্যাক্টরস স্টুডিওর প্রথম সদস্য হিসেবে যুক্ত হন।[]

১৯৬৮ সালে তিনি বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র প্ল্যানেট অব দি এপস (১৯৬৮)-এ শিম্পাঞ্জি বিজ্ঞানী জিরা চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি এর অনুবর্তী পর্ব বিনিথ দ্য প্ল্যানেট অব দি এপস (১৯৭০) ও এসকেপ ফ্রম দ্য প্ল্যানেট অব দি এপস (১৯৭১) চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন। ১৯৭৯ সালে তিনি ধারাবাহিক নাটক ব্যাকস্টেয়ারস অ্যাট দ্য হোয়াইট হাউজ-এ মার্কিন ফার্স্ট লেডি এলেন এক্সসন উইলসন চরিত্রে অভিনয় করেন।[] তিনি দি এজ অব নাইট সোপ অপেরায় নোলা ম্যাডিসন চরিত্রে অভিনয় করে ১৯৮০ সালে ডেটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[]

ব্যক্তিগত জীবন ও মৃত্যু

[সম্পাদনা]

হান্টার দুইবার বিয়ে করেন। প্রথমবার তিনি ১৯৪৪ সালে মেরিন কর্প পাইলট উইলিয়াম বল্ডউইনকে বিয়ে করেন। তাদের এক কন্যা ছিল, তার নাম ক্যাথরিন ডেইড্রে (জন্ম ১৯৪৪)। দুই বছর পর এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর তিনি ১৯৫১ সালে রবার্ট এমেটকে বিয়ে করেন। তাদের এক পুত্র ছিল, তার নাম শন রবার্ট (জন্ম ১৯৫৪)।[] হান্টার ও এমেট প্রায়ই একত্রে মঞ্চে অভিনয় করতেন। এমেট ২০০০ সালে মৃত্যুবরণ করেন।[]

হান্টার আজীবন ডেমোক্র্যাট ছিলেন।[১০] তিনি ২০০২ সালের ১১ই সেপ্টেম্বর ৭৯ বছর বয়সে নিউ ইয়র্ক সিটিতে হৃৎপেশীর রক্তাভাবজনিত কারণে মৃত্যুবরণ করেন।[][][১১] তার মরদেহ দাহ করার পর তার কন্যাকে তার ভস্ম দেওয়া হয়।[১২]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল
১৯৫১ একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী আ স্ট্রিটকার নেমড ডিজায়ার বিজয়ী
গোল্ডেন গ্লোব পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী – চলচ্চিত্র বিজয়ী
১৯৮০ ডেটাইম এমি পুরস্কার নাট্যধর্মী ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী দি এজ অব নাইট মনোনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "1980 Emmy Winners & Nominees"সোপ অপেরা ডাইজেস্ট। আগস্ট ১৮, ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৪ 
  2. রস, লিলিয়ান; রস, হেলেন (৮ এপ্রিল ১৯৬১)। The Player A Profile Of An Art। সিমন অ্যান্ড শুস্টার। পৃষ্ঠা ৩২০। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ – ইন্টারনেট আর্কাইভ-এর মাধ্যমে। 
  3. কলুরা, জো (২৩ অক্টোবর ২০০৯)। "Kim Hunter"ক্লাসিক ইমেজ। সেপ্টেম্বর ২৪, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  4. "Kim Hunter"ওয়াক অব ফেম। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  5. "Oscar Ceremony 1952 (Actress In A Supporting Role)"অস্কার। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  6. "Winners & Nominees: Best Performance by an Actress in a Supporting Role in any Motion Picture 1952"গোল্ডেন গ্লোবস। ৮ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  7. ক্লাইনার, ডিক (২১ ডিসেম্বর ১৯৫৬)। "The Actors Studio: Making Stars Out of the Unknown"স্যারাসোটা জার্নাল। পৃষ্ঠা ২৬। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  8. ব্যাক্সটার, ব্রায়ান (১২ সেপ্টেম্বর ২০০২)। "Obituary: Kim Hunter"দ্য গার্ডিয়ানলন্ডন। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  9. "Kim Hunter"দ্য ডেইলি টেলিগ্রাফ। লন্ডন। ১২ সেপ্টেম্বর ২০০২। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  10. লাইম্যান, রিক (১২ সেপ্টেম্বর ২০০২)। "Kim Hunter, 79, an Actress Lauded as Stella in 'Streetcar'"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  11. "Kim Hunter Obituary"লেগ্যাসি। ২০১৭-০২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  12. উইলসন, স্কট (১৬ সেপ্টেম্বর ২০১৬)। Resting Places: The Burial Sites of More Than 14,000 Famous Persons (৩য় সংস্করণ)। ম্যাকফারল্যান্ড। আইএসবিএন 978-1-4766-2599-7 – গুগল বুকস-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]