![]() | |
স্থানীয় নাম | 교보생명보험 주식회사 |
---|---|
শিল্প | অর্থনৈতিক সেবাদাতা প্রতিষ্ঠান |
প্রতিষ্ঠাকাল | ৭ আগস্ট ১৯৫৮ |
প্রতিষ্ঠাতা | শিন ইয়ং-হো |
সদরদপ্তর | , |
প্রধান ব্যক্তি | শিন চ্যাং-জে (চেয়ারম্যান) |
ওয়েবসাইট | www |
কিয়োবো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (কোরীয়: 교보생명보험 주식회사) হলো দক্ষিণ কোরিয়ার একটি জীবন বীমা কোম্পানি। কোম্পানিটির সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত। এটি দক্ষিণ কোরিয়ার তিনটি বৃহৎ জীবন বীমা কোম্পানির মধ্যে একটি।[১]
১৯৫৮ সালে শিন ইয়ং-হো কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। তার ছেলে শিন চ্যাং-জে ২০০০ সাল থেকে কোম্পানির চেয়ারম্যান ও সিইও হিসাবে দায়িত্ব পালন করছেন।[২]
টেমপ্লেট:Chaebol টেমপ্লেট:KFA sponsors টেমপ্লেট:Major insurance companies