ডাকনাম | আক শুমকারলার | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | কিরগিজ ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
সাব–কনফেডারেশন | মধ্য এশীয় ফুটবল অ্যাসোসিয়েশন | ||
মাঠ | দোলেন অমুর্জাকভ স্টেডিয়াম | ||
ফিফা কোড | KGZ | ||
ওয়েবসাইট | kfu | ||
|
কিরগিজস্তান জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (যা কিরগিজস্তান অলিম্পিক ফুটবল দল অথবা সংক্ষেপে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ নামে পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কিরগিজস্তানের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম কিরগিজস্তানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কিরগিজ ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১]
২৩,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট দোলেন অমুর্জাকভ স্টেডিয়ামে আক শুমকারলার নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] এই দলের প্রধান কার্যালয় কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অবস্থিত।[৩][৪]
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত একবারও গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করতে পারেনি। আর্নিস্ট বাতিরকানভ, ভেনিয়ামিন শুমেইকো, দাস্তানবেক তোক্তোসুনভ, ওদিলঝন আব্দুর আখমানভ এবং ক্রিস্তিয়ান ব্রাউজমানের মতো খেলোয়াড়গণ কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
গ্রীষ্মকালীন অলিম্পিক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো |
১৯০০ | অংশগ্রহণ করেনি | |||||||
১৯০৪ | ||||||||
১৯০৮ | ||||||||
১৯১২ | ||||||||
১৯২০ | ||||||||
১৯২৪ | ||||||||
১৯২৮ | ||||||||
১৯৩৬ | ||||||||
১৯৪৮ | ||||||||
১৯৫২ | ||||||||
১৯৫৬ | ||||||||
১৯৬০ | ||||||||
১৯৬৪ | ||||||||
১৯৬৮ | ||||||||
১৯৭২ | ||||||||
১৯৭৬ | ||||||||
১৯৮০ | ||||||||
১৯৮৪ | ||||||||
১৯৮৮ | ||||||||
১৯৯২ | উত্তীর্ণ হয়নি | |||||||
১৯৯৬ | ||||||||
২০০০ | অংশগ্রহণ করেনি | |||||||
২০০৪ | উত্তীর্ণ হয়নি | |||||||
২০০৮ | ||||||||
২০১২ | ||||||||
২০১৬ | ||||||||
২০২০ | ||||||||
২০২৪ | অনির্ধারিত | |||||||
২০২৮ | ||||||||
২০৩২ | ||||||||
মোট | ০/২৭ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ |