কিরণ জনজানি | |
---|---|
জন্ম | ১২ মার্চ |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৩-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ঋতু জনজানি |
কিরণ জনজানি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। তিনি হিন্দি চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করে থাকেন।
কিরণ মুম্বইয়ের নারসি মোনজি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড হায়ার স্টাডিজের স্নাতক। তিনি কলেজিও কসমোপলিটানো দে কলম্বিয়ায় পড়াশোনা করেন এবং ইউনিভার্সাল স্টুডিওর নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে অভিনয়ের প্রশিক্ষণ নেন। এরপর কিরণ একাধিক টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয় করেছেন। মেক আপ ডিজাইনার ঋতু জনজানি তার স্ত্রী।