কিরীদাম (২০০৭-এর চলচ্চিত্র)

কিরীদাম
পরিচালকএ. এল. বিজয়
প্রযোজকসুরেশ বালাজে
রচয়িতাএ. এল. বিজয়
না. মুথুকুমার (সংলাপ)
চিত্রনাট্যকারএ. এল. বিজয়
কাহিনিকারএ কে লোহিতাদাস
শ্রেষ্ঠাংশেঅজিত কুমার
তৃষা কৃষ্ণন
সুরকারজি. ভি. প্রকাশ কুমার
চিত্রগ্রাহকতিরু
নিরব শাহ
সম্পাদকএন্থনি
প্রযোজনা
কোম্পানি
সুজাতা সিনে আর্টস
এ্যাডল্যাবস লিমিটেড
মুক্তি২০ জুলাই ২০০৭
স্থিতিকাল১৫৭ মিনিট
দেশভারত
ভাষাতামিল

কিরীদাম (তামিল: கிரீடம், অনুবাদ 'মুকুট') হচ্ছে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র যেটির পরিচালক ছিলেন এ. এল. বিজয়, বিজয় পরিচালিত এটিই ছিলো প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনী বিজয় ১৯৮৯ সালের একই নামের একটি মালয়ালম চলচ্চিত্র থেকে নিয়েছিলেন। এই চলচ্চিত্রটিতে নায়ক-নায়িকা ছিলেন অজিত কুমার এবং তৃষা কৃষ্ণন, এছাড়াও ছিলেন রাজকিরণ, সারান্য পোনভান্নান, বিবেক, অজয় এবং সান্ত্বনম। জি. ভি. প্রকাশ কুমার ছিলেন চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক, চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন তিরু। ২০০৭ সালের ২০শে জুলাই চলচ্চিত্রটি মুক্তি পায় এবং মোটামুটি ব্যবসাসফলতা অর্জন করে। এই চলচ্চিত্রটির তেলুগু সংস্করণের (অনুবাদ করা) নাম ছিলো 'পূর্ণ মার্কেট'।[]

অভিনয়ে

[সম্পাদনা]

প্রযোজনা

[সম্পাদনা]

২০০৬ সালের সেপ্টেম্বর মাসে চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দেওয়া হয়, প্রযোজক বালাজি এবং অভিনেতা অজিত কুমার এই ঘোষণা দেন, চলচ্চিত্রটি মুম্বাই-ভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান এ্যাডল্যাবস প্রযোজনা করবে (সহ-প্রযোজনা) বলে সিদ্ধান্ত হয়।[][] বিজয়, যিনি ছিলেন পরিচালক প্রিয়দর্শনের একজন সহকারী তিনি এই চলচ্চিত্রতের মাধ্যমে প্রথম পরিচালনা শুরু করেন, ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত মালয়ালম চলচ্চিত্র কিরীদামের পুনঃনির্মাণ ছিলো এই তামিল কিরীদাম চলচ্চিত্রটি, যেটির পরিচালক ছিলেন সিবি মালায়িল; তামিল চলচ্চিত্রটিতে অজিত কুমার এবং তৃষা কৃষ্ণনকে নায়ক- নায়িকা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক বিজয় নিজেই। বিজয় এই চলচ্চিত্রটির কাহিনী সম্পর্কে বলেছিলেন যে, "মালয়ালম কিরীদামের প্রায় পুরোটুকুই আমি এই তামিল চলচ্চিত্রে দেখিয়েছি"।[] বিজয় আগে চলচ্চিত্রটির নাম 'মাগুড়াম' রাখতে চাইলেও পরে মালয়ালম চলচ্চিত্রটির সঙ্গে মিলিয়ে একই নাম রাখেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Poorna Market to release in April end - Tamil Movie News - IndiaGlitz.com" 
  2. "Tamil movies : Ajith in remake of Mohanlal's super-hit flick?"। Behindwoods.com। ২০০৬-০৯-০৯। সংগ্রহের তারিখ ২০১২-০৮-০৪ 
  3. "Kireedam to be remade in Tamil - Tamil Movie News"। IndiaGlitz। ২০০৬-১১-২২। ২০১২-১০-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৮-০৪ 
  4. Rao, Subha J (২০১০-০৯-২৫)। "Genre bender"The Hindu। Chennai, India। 
  5. "Ajith's movie christened as Magudam - Tamil Movie News"। IndiaGlitz। ২০০৬-১১-১৩। ২০০৬-১১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৮-০৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]