কিল ইয়োর ডারলিংস্ Kill Your Darlings | |
---|---|
![]() থিয়েট্রিক্যাল রিলিজ পোস্টার | |
পরিচালক | জন ক্রোকিডাস |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | জন ক্রোকিডাস অস্টিন বান |
কাহিনিকার | অস্টিন বান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | নিকো মুহলি |
চিত্রগ্রাহক | রিড মোর্যানো |
সম্পাদক | ব্রায়ান এ. কেটস |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | Sony Pictures Classics |
মুক্তি |
|
স্থিতিকাল | 104 minutes[১] |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
আয় | $ ১,৬৮৬,০৬৫ [২][৩] |
কিল ইয়োর ডারলিংস্ (ইংরেজি: Kill Your Darlings) হল ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান জীবনীমূলক ড্রামা চলচ্চিত্র। এই ছবিটির কাহিনীকার অস্টিন বান এবং পরিচালক জন ক্রোকিডাস।[৪] এই ছবিটিই ক্রোকিডাস কর্তৃক পরিচালিত প্রথম চলচ্চিত্র। ২০১৩ সালের সানড্যান্স চলচ্চিত্র উৎসবে এই ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এই চলচ্চিত্র উৎসবে সমালোচকেরা এই ছবিটির প্রশংসা করেছিলেন। ২০১৩ সালের টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হয়।[৫] ২০১৩ সালের ১৬ অক্টোবর উত্তর আমেরিকার অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়।[৬] কিল ইয়োর ডারলিংস্ ছবিটি ২০১৪ সালের ১৮ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে এবং সেই বছরেরই ২১ এপ্রিল থেকে ব্লু-রে ও ডিভিডি আকারে বাজারে আসে।[৭]
এই ছবির কাহিনী বিট প্রজন্মের কয়েকজন আদি সদস্যের (লুসিয়েন কার, অ্যালেন গিনসবার্গ, উইলিয়াম এস. বারোস ও জ্যাক কেরোউয়্যাক) কলেজ জীবন, তাদের মত-বিনিময় এবং নিউ ইয়র্ক সিটির ম্যানহ্যাটনের রিভারসাইড পার্কের হত্যাকাণ্ড সংক্রান্ত।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)