কিশোরী আমোনকর | |
---|---|
জন্ম | ১০ এপ্রিল ১৯৩২[১] বোম্বাই, বোম্বে প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ৩ এপ্রিল ২০১৭ মুম্বাই, মহারাষ্ট্র, ভারত | (বয়স ৮৪)
ধরন | ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত |
বাদ্যযন্ত্র | কন্ঠ |
পুরস্কার: পদ্মবিভূষণ ২০০২ |
কিশোরী আমোনকর[ক] একজন ভারতীয় কণ্ঠশিল্পী যিনি মূলত: শাস্ত্রীয় রীতির খেয়াল এবং হালকা শাস্ত্রীয় ঘরানার ঠুমরী ও ভজন জাতীয় গানের জন্য পরিচিত। আমোনকর তার মা জয়পুর ঘরানার ধ্রুপদী শিল্পী মগুবাঈ কুর্দীকর-এর অধীনে সঙ্গীতের (জয়পুর ঘরানার ঐতিহ্যে) তালিম নিলেও কর্মজীবনে তিনি কণ্ঠ্য শৈলীর বিভিন্ন পরীক্ষামুলক ঢং ব্যবহার করেছেন। তাকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শ্রেষ্ঠ শিল্পীদের একজন বলে বিবেচনা করা হয়।[৩]
আমোনকর ১৯৮৭ সালে ভারতের জাতীয় পুরস্কার পদ্মভূষণ ও ২০০২ সালে পদ্মবিভূষণ পেয়েছেন।[৪] তাকে ১৯৮৫ সালে সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার এবং ২০০৯ সালে সঙ্গীত নাটক একাডেমী ফেলোশিপ প্রদান করা হয়।[৫][৬]
বহিঃস্থ ভিডিও | |
---|---|
![]() |