কিসার

কিসার, ইয়োটোওয়াওয়া নামেও পরিচিত, ইন্দোনেশিয়ার দক্ষিণ-পশ্চিম মোলুকাসের একটি ছোট দ্বীপতিমুর দ্বীপের উত্তর-পূর্বে অবস্থিত। দ্বীপটি মালুকু প্রদেশের দক্ষিণ- পশ্চিম দ্বীপপুঞ্জ রিজেন্সির মধ্যে দক্ষিণতম দ্বীপ জেলা ( কেকামাটান পুলাউ পুলাউ টেরসেলাটান ) এর অন্তর্গত। জেলায় পূর্বে আরও উত্তরে বৃহত্তর (কিন্তু কম জনবসতিপূর্ণ) রোমাং দ্বীপ অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এটির নিজস্ব বহিরাগতদের সাথে এটি পরবর্তীতে বিভক্ত হয়ে নিজস্ব জেলা ( কেকামাটান কেপুলুয়ান রোমাং ) গঠন করে। বাকি দ্বীপটি রিজেন্সির মধ্যে উত্তর কিসার জেলা ( কেকামাতান কিসার উতারা ) গঠন করে। এটি ইন্দোনেশিয়ার ৯২টি আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত বহির্মুখী দ্বীপগুলির মধ্যে একটি । ২০১০ সালের আদমশুমারি অনুসারে ৬৬৫২ জন বাসিন্দা সহ ওয়ানরেলি প্রধান শহর। []

কিসার ভাষা (একটি বাণিজ্য ভাষা, মেহের বা ইয়োতোওয়াও নামেও পরিচিত) ও সম্পর্কহীন ওইরাটা ভাষা (ঘনিষ্ঠভাবে ফাতালুকু -এর সাথে সম্পর্কিত) কিসার ভাষায় কথা বলা হয়। [] []

ইতিহাস

[সম্পাদনা]
কিসার যোদ্ধা।
কিসার গ্রামবাসী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Biro Pusat Statistik, Jakarta, 2011.
  2. "Kisar"ethnologue.com। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮ 
  3. "Oirata"ethnologue.com। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮