কুংফু পান্ডা ২ | |
---|---|
![]() | |
পরিচালক | জেনিফার ইউহ নেলসন |
প্রযোজক | মেলিসা কব গুইলেরমো ডেল টোরো |
রচয়িতা | জোনাথন অ্যাইবেল গ্লেন বের্গার জেনিফার ইউহ নেলসন (গল্প) (অনুল্লেখিত)[১] Charlie Kaufman (uncredited)[২] |
শ্রেষ্ঠাংশে | জ্যাক ব্ল্যাক অ্যাঞ্জেলিনা জোলি গ্যারি ওল্ডম্যান ডাস্টিন হফম্যান জ্যাকি চ্যান সেথ রজেন লুসি লিউ ডেভিড ক্রস জেমস হং মিশেল ইওহ ড্যানি ম্যাকব্রাইড ডেনিস হেইসবার্ট জন-ক্লড ভান ডামে ভিক্টর গার্বার |
সুরকার | হ্যান্স জিমার জন পাওয়েল |
সম্পাদক | ক্লেয়ার নাইট |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | প্যারামাউন্ট পিকচার্স |
মুক্তি | ২৭ মে ২০১১ |
স্থিতিকাল | ৯২ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৫ কোটি[৩] |
আয় | $৬৬,৫৬,৯২,২৮১[৪] |
কুংফু পান্ডা ২ কম্পিউটার-এ্যানিমেটেড এ্যাকশন-কমেডিধর্মী একটি মার্কিন থ্রিডি চলচ্চিত্র, যা পরিচালনা করেন জেনিফার ইউ ন্যালসন, উৎপাদন করে ড্রিমওয়ার্কস এ্যানিমেশন, এবং পরিবেশন করে প্যারামাউন্ট পিকচার্স। চলচ্চিত্রটি মূলত ২০০৮-এ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুংফু পান্ডার একটি সিকোয়েল। চলচ্চিত্রটিতে নায়ক পো এবং তার বন্ধুরা এমন একজনের বিরুদ্ধে লড়াই করে, যে একটা শক্তিশালী অস্ত্র দিয়ে কুংফুকে ধ্বংস করতে চায়, এবং তার সাথে পো'র অতীতের সংযোগ আছে। চলচ্চিত্রটি ২৬ মে ২০১১-তে মুক্তি পায়। প্রথম চলচ্চিত্রে ভিলেন চরিত্রে যেখানে ছিল চিতাবাঘ, সেখানে এই পর্বে ভিলেন এক সাদা ময়ুর, যার দখলে রয়েছে এক প্রচণ্ড শক্তিশালী অস্ত্র।
এই চলচ্চিত্রটির পরবর্তী ধারাবাহিক, কুংফু পান্ডা ৩ পরিকল্পনায় রয়েছে, এই পরিকল্পনায় এই ঘরাণার আরো তিনটি চলচ্চিত্রও আছে।[৫]
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)