কুজ কুনার জেলা

কুজ কুনার জেলা
Kuz Kunar District
জেলা
کوز کونړ
জালালাবাদ জেলা নঙ্গারহার প্রদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত।
জালালাবাদ জেলা নঙ্গারহার প্রদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত।
দেশ আফগানিস্তান
প্রদেশনঙ্গারহার প্রদেশ
জেলা কেন্দ্রশিওয়া
জনসংখ্যা (২০০২[])
 • মোট১,৬৭,৬৪০
সময় অঞ্চলD† (আফগানিস্তান মান সময়) (ইউটিসি+৪:৩০)

কুজ কুনার জেলা আফগানিস্তানের নঙ্গারহার প্রদেশের উত্তরে অবস্থিত একটি জেলা। এটি কুনার নদীর তীরে অবস্থান করছে। এটি নঙ্গারহার প্রদেশের সবচেয়ে নিরাপদ জেলার মধ্যে একটি হিসেবে গণনা করা হয়ে থাকে, যেখানে বিদেশীরা এই এলাকার সামাজিক, কৃষি ও কাঠামোগত পুনর্বাসনের পরিদর্শন করতে কোনরুপ সমস্যার সম্মুখিন হয়ে থাকেননা। ২০০২ সালের আদমশুমারি হিসাব অনুযায়ী জেলাটি জনসংখ্যা ছিল প্রায় ১৬৭,৬৪০ জন এর মত কিন্তু প্রায় ৩২,০০০ জন এর মত ১২ বছরের কম বয়সী শিশু রয়েছে। এছাড়া জেলাটিতে প্রায় ৭৫% পশতুন সম্প্রদায়ের লোকজনের বসবাস এবং বাকী ২৫% অন্যান্য সম্প্রদায়ের বসবাস।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]