কুড়িগ্রাম

কুড়িগ্রাম বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি জেলা শহর। প্রশাসনিকভাবে শহরটি কুড়িগ্রাম জেলা এবং কুড়িগ্রাম সদর উপজেলার সদর। বিভাগীয় শহর রংপুর থেকে কুড়িগ্রামের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার।

ইতিহাস

[সম্পাদনা]

ভূগোল

[সম্পাদনা]

রংপুর থেকে দক্ষিণ পূর্বে অবস্থিত কুড়িগ্রাম, যার অবস্থান স্থানাঙ্ক অনুসারে ২৫°৪৮′৪৬″ উত্তর ৮৯°৩৮′৩৫″ পূর্ব / ২৫.৮১২৭৮° উত্তর ৮৯.৬৪৩০৬° পূর্ব / 25.81278; 89.64306। কুড়িগ্রাম শহরের আয়তন ২৭.০৪ বর্গকিলোমিটার, যার সম্পুর্ণটিই পৌরসভা দ্বারা শাসিত হয়।

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ বাংলাদেশের আদমশুমারি অনুযায়ী কুড়িগ্রামের জনসংখ্যা ছিল ৭৭,২৫২ জন, যার মধ্যে পুরুষ ৩৯৩৫৩ জন এবং নারী ৩৭৮৯৯ জন।[তথ্যসূত্র প্রয়োজন] স্বাক্ষরতার হার ৬৩.২%।[তথ্যসূত্র প্রয়োজন] শহরে ১৭১৫৯টি পরিবার বসবাস করে।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

[সম্পাদনা]