কুন্দুজ (كندز) | |
Province | |
দেশ | আফগানিস্তান |
---|---|
রাজধানী | কুন্দুজ |
- স্থানাঙ্ক | ৩৬°৪৮′ উত্তর ৬৮°৪৮′ পূর্ব / ৩৬.৮° উত্তর ৬৮.৮° পূর্ব |
ক্ষেত্র | ৮,০৪০ বর্গকিলোমিটার (৩,১০৪ বর্গমাইল) |
জনসংখ্যা | ৮,২০,০০০ (2002) |
সময় অঞ্চল | UTC+4:30 |
প্রধান ভাষাসমূহ | পশতু, দারি পার্শিয়ান, উজবেক |
Map of Afghanistan with Kunduz highlighted
|
কুন্দুজ (পশতু/পার্সি ভাষায়: كندز) আফগানিস্তানের প্রদেশসমূহের অন্যতম। এর কেন্দ্রস্থল কুন্দুজ শহর, যা উত্তর আফগানিস্তানে অবস্থিত, আয়তন ৮,০৪০ বর্গ কি.মি এবং জনসংখায়া প্রায় ৮,২০,০০০। প্রকৌশলী মোহাম্মদ ওমর বর্তমানে কুন্দজ প্রদেশের গভর্নরের দায়িত্ব পালন করছেন।