কুন্দ্রতুর குன்றத்தூர் | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
মানচিত্রে অবস্থান | |
স্থানাঙ্ক: ১২°৫৯′৫১″ উত্তর ৮০°০৫′৪৮″ পূর্ব / ১২.৯৯৭৪° উত্তর ৮০.০৯৬৬° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
তালুক | কুন্দ্রতুর |
জেলা | কাঞ্চীপুরম |
আয়তন | |
• মোট | ৯ বর্গকিমি (৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫৪,৯৫৬ |
• জনঘনত্ব | ৬,১০০/বর্গকিমি (১৬,০০০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০৬৯ |
যানবাহন নিবন্ধন | TN-85 (টিএন-৮৫) |
কুন্দ্রতুর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভেলুর জেলার একটি আবাসিক অঞ্চল৷ এটি বৃহত্তর চেন্নাইয়ের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি লোকালয়। লোকালয়টি চেন্নাইয়ের পুরাতন মন্দিরগুলির অন্যতম মুরুগা মন্দিরের[১] জন্য পরিচিত। এটি তামিল পেরিয়াপুরাণের লেখক ও প্রসিদ্ধ সন্ত শেক্কীলার জন্মস্থল। [২]
কুন্দ্রতুরে অবস্থিত অন্যান্য উল্লেখযোগ্য মন্দির হল কন্ধলীশ্বর মন্দির, তিরুবূরগ পেরুমাল মন্দির, তিরু নাগেশ্বর মন্দির ও দৈব পুলবর শেক্কীলা মন্দির। এখানে কিছু বৈদিক মন্দির ও পবিত্র আধার রয়েছে, সম্প্রতি ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই বিষয়গুলি নিয়ে গবেষণা করছেন।[৩] লোকালয়টির নিকটতম রেলস্টেশন হল চেন্নাই শহরতলি রেলওয়ের অন্তর্গত পল্লাবরম রেলওয়ে স্টেশন।
তামিলনাড়ু রাজ্যের ১৬৩ টি বিজ্ঞাপিত এলাকার (মেগালিথিক সাইট) মধ্যে এটি একটি।[৪]