কুবার পেডি অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে ৮৪৬ কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলের মরুভূমিতে অবস্থিত একটি ছোট শহর। কুবার পেডি শব্দ দুটি এসেছে স্থানীয় নাম কুপা পিটি থেকে যার বাংলা অর্থ সাদা মানুষের গর্ত।[১]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এই শহরের জনসংখ্যা ১৬৯৫ জন (৯৫৩ জন পুরুষ, ৭৪২ জন নারী এবং অন্যান্য ২৭৪ জন)।[২] এই শহরকে একসময় উপল পাথরের শহর বলা হত। বর্তমানে এই শহরের লোকজন মাটির তলায় বসবাস করে বলে একে ভূগর্ভস্থ নগরীও বলা হয়। রেস্তোরাঁ, বইয়ের দোকান, গির্জা, বিনোদন কেন্দ্র, ক্লাব, ব্যাংক, আর্ট গ্যালারি, মার্কেট কমপ্লেক্স সব কিছুই মাটির নিচে অবস্থিত।[৩] এটিই পৃথিবীর একমাত্র ভূগর্ভস্থ গরী।[৪] ১৯১৫ সালের ১ ফেব্রুয়ারি এখানে প্রথম উপল পাথর পাওয়া যায় তখন থেকেই এখান থেকে পৃথিবীর অনেক জায়গায় খুব উন্নত মানের উপল পাঠানো হচ্ছে। এছাড়া বর্তমানে এটি পর্যটকদেরও অগ্রহরে কেন্দ্রবিন্দু। এখানে প্রায় ৬০ টি উপল তোলার খনি রয়েছে যা পৃথিবীর সর্ববৃহৎ উপল উত্তলোনের জায়গা হিসেবে পরিচিত।
দিনের তাপমাত্রা অত্যধিক হওয়ায় কুবার পেডির লোকজন রাতের বেলা গল্ফ খেলে থাকে।[৫] শহরে একটি ফুটবল ক্লাবও আছে।
২০১৩ সালের এক গবেষণায় দেখা যায় কুবার পেডির পাশে আর্কারিনজা বেসিনে প্রচুর তেলের মজুদ আছে।[৬] গবেষণায় দেখা যায় এই মজুদ ৩.৫ এবং ২২৩ বিলিয়ন ব্যারেল তেল আছে যা অস্ট্রেলিয়াকে বিশ্বের অন্যতম তেল রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা করবে।[৭][৮]
শহরের অন্যন্য বৈশিষ্ঠের জন্য এটি চলচ্চিত্র নির্মাতাদেরও আকৃষ্ট করেছে। ২০০৬ সালে এই শহরকে নিয়ে তৈরি হয় উপল ড্রিমস নামে একটি চলচ্চিত্র। এছাড়া ১৯৯১ সালের আনটিল দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড,[৯][১০] ১৯৯৪ সালের দি অ্যাডভেঞ্চার অফ প্রিসকিল্লা কুইন অফ দ্য ডেজার্ট। ডিসকভারি চ্যানেল এ ২৯ সেপ্টেমবার, ২০১২ সালে এই শহর নিয়ে একটি পর্ব প্রচার করা হয়।
কুবার পেডির অবস্থান মরূভুমির কাছে হওয়ায় দিনের বেলা এখানে তাপমাত্রা থাকে ৫০ ডিগ্রি সেলসিয়াস আবার রাতে থাকে প্রচন্ড ঠান্ডা।
কুবার পেডি-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ রেকর্ড °সে (°ফা) | ৪৮.২ (১১৮.৮) |
৪৬.৭ (১১৬.১) |
৪৪.৪ (১১১.৯) |
৪০.০ (১০৪.০) |
৩৩.০ (৯১.৪) |
২৯.৪ (৮৪.৯) |
৩২.০ (৮৯.৬) |
৩৫.০ (৯৫.০) |
৩৯.১ (১০২.৪) |
৪৩.৯ (১১১.০) |
৪৫.৬ (১১৪.১) |
৪৭.৮ (১১৮.০) |
৪৮.২ (১১৮.৮) |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ৩৬.৪ (৯৭.৫) |
৩৫.৭ (৯৬.৩) |
৩২.৮ (৯১.০) |
২৭.৬ (৮১.৭) |
২২.৩ (৭২.১) |
১৮.৮ (৬৫.৮) |
১৮.৭ (৬৫.৭) |
২০.৭ (৬৯.৩) |
২৪.৫ (৭৬.১) |
২৮.৯ (৮৪.০) |
৩২.১ (৮৯.৮) |
৩৪.৬ (৯৪.৩) |
২৭.৮ (৮২.০) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | ২০.৭ (৬৯.৩) |
২০.৮ (৬৯.৪) |
১৮.২ (৬৪.৮) |
১৪.০ (৫৭.২) |
১০.১ (৫০.২) |
৭.২ (৪৫.০) |
৬.৩ (৪৩.৩) |
৭.৪ (৪৫.৩) |
১০.১ (৫০.২) |
১৩.৬ (৫৬.৫) |
১৬.৬ (৬১.৯) |
১৯.১ (৬৬.৪) |
১৩.৭ (৫৬.৭) |
সর্বনিম্ন রেকর্ড °সে (°ফা) | ৯.৪ (৪৮.৯) |
১০.৬ (৫১.১) |
৯.৬ (৪৯.৩) |
৫.০ (৪১.০) |
১.৪ (৩৪.৫) |
০.১ (৩২.২) |
−২.০ (২৮.৪) |
০.৬ (৩৩.১) |
১.৭ (৩৫.১) |
৩.৯ (৩৯.০) |
— | ১০.০ (৫০.০) |
−২.০ (২৮.৪) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ১৭.৪ (০.৬৯) |
২২.৮ (০.৯০) |
১২.৯ (০.৫১) |
৬.৫ (০.২৬) |
১৩.১ (০.৫২) |
১৪.৪ (০.৫৭) |
৭.৮ (০.৩১) |
৯.২ (০.৩৬) |
৮.৪ (০.৩৩) |
১৪.৯ (০.৫৯) |
১১.৬ (০.৪৬) |
১৭.৫ (০.৬৯) |
১৫৬.৪ (৬.১৬) |
উৎস: Bureau of Meteorology (Australia)[১১] |
উইকিমিডিয়া কমন্সে কুবার পেডি সম্পর্কিত মিডিয়া দেখুন।
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
২৯°০′৪০″ দক্ষিণ ১৩৪°৪৫′২০″ পূর্ব / ২৯.০১১১১° দক্ষিণ ১৩৪.৭৫৫৫৬° পূর্ব