কুবুন্টু

কুবুন্টু
কুবুন্টু ১৯.০৪ "ডিস্কো ডিঙ্গো"
ডেভলপারসম্প্রদায় চালিত, পূর্বে ছিলো "ব্লু সিস্টেম"[]/ক্যানোনিকাল
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাসক্রিয়
সোর্স মডেলওপেন সোর্স
প্রাথমিক মুক্তি৮ এপ্রিল ২০০৫; ১৯ বছর আগে (2005-04-08)
সর্বশেষ মুক্তি১৯.১০ (ইওন এরমাইন)[][] / ১৮ এপ্রিল ২০১৯; ৫ বছর আগে (2019-04-18)
ভাষাসমূহবহুভাষিক (৫৫টিরও বেশি)
হালনাগাদের পদ্ধতিপ্যাকেজকিট অথবা এপিটি
প্যাকেজ ম্যানেজারডিপিকেজি
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
ইউজারল্যান্ডগ্নু
ব্যবহারকারী ইন্টারফেসকেডিই প্লাজমা ডেস্কটপ
প্লাজমা মোবাইল
লাইসেন্সফ্রি সফটওয়্যার লাইসেন্স
(প্রধানত গনু জেনারেল পাবলিক লাইসেন্স)
ওয়েবসাইটwww.kubuntu.org

কুবুন্টু (ইংরেজি: Kubuntu) হচ্ছে উবুন্টু অপারেটিং সিস্টেম-এর একটি অফিসিয়াল ডিস্ট্রিবিউশন। এটি নোম-এর বদলে কেডিই গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট সিস্টেম ব্যবহার করে। এটি উবুন্টু প্রজেক্টেরই একটি অংশ। উবুন্টু ও কুবুন্টু একই পদ্ধতিতে কাজ করে। ফলে দুটি অপারেটিং সিস্টেম একই রেপোজিটরি ব্যবহার করতে পারে।[] শিপ-ইট প্রোগ্রামের আওতায় যে কেউ কুবুন্টু সিডির অর্ডার দিতে পারেন। একটি নির্দিষ্ট সময় পরপর এর সংস্করণ নিয়মিত প্রকাশিত হয়।[]

“কুবুন্টু”-এর অর্থ হচ্ছে “মানবতার প্রতি”। শব্দটি এসেছে বেম্বা ভাষার মূল শব্দ “উবুন্টু” – “মানবতা” থেকে। শব্দের প্রথমে 'কে' এসেছে মূলত কেডিই ডেস্কটপ পরিবেশের 'কে' থেকে। কাকতালীয়ভাবে, কিরুন্ডি ভাষায়[] কুবুন্টু শব্দের অর্থ হচ্ছে “ফ্রি” (মানে 'খরচহীন')

উবুন্টুর সাথে পার্থক্য

[সম্পাদনা]

গ্রাফিক্যাল অ্যাপলিকেশন ও টুলে কুবুন্টু উবুন্টু থেকে মূলত আলাদা:

সফটওয়্যার উবুন্টু কুবুন্টু
কার্নেল এবংং কোর লিনাক্স কার্নেল এবং উবুন্টু কোর
গ্রাফিক্স X.Org সার্ভার
সাউন্ড পালসঅডিও
মাল্টিমিডিয়া জিস্ট্রিমার
উইন্ডো ম্যানেজার মাটার কেউইন
ডেস্কটপ গ্নোম প্লাজমা ডেস্কটপ
প্রাথমিক টুলকিট জিটিকে+, নাক্স, এবং কিউটি কিউটি
ব্রাউজার ফায়ারফক্স
অফিস স্যুট লিব্রেঅফিস
ইমেইল ও পিআইএম থান্ডারবার্ড কন্টাক্ট

উবুন্টুর সংস্করণগুলোতে গ্নোম ডেস্কটপ, গ্নোম অ্যাপ্লিকেশন (যেমন- ইভল্যুশন) এবং গ্নোম/জিটিকে+ অ্যাডমিন টুল (যেমন- সিন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার) থাকে। অন্যদিকে কুবুন্টুর সংস্করণগুলোতে থাকে কেডিই ডেস্কটপ, কেডিই অ্যাপ্লিকেশন (যেমন- কনটাক্ট) এবং কেডিই/কিউটি অ্যাডমিন টুল (যেমন- অ্যাডেপ্ট ম্যানেজার)। এছাড়া কুবুন্টুতে জিটিকে+ টুলকিটভিত্তিক অ্যাপ্লিকেশনের বদলে কেডিই/কিউটি প্রকল্পের প্যাকেজগুলো ব্যবহার করা হয়। এগুলো মূলত ডিফল্ট প্যাকেজ। তবে কেউ উবুন্টু ইনস্টল করার পর সেখানে কেডিই যোগ করতে পারে। এমনকি, কুবুন্টুর মেটাপ্যাকেজও ইনস্টল করতে পারে। সুতরাং কুবুন্টু বা উবুন্টুতে একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশনে আবদ্ধ না থেকে পরস্পরের প্যাকেজগুলো ব্যবহার করা যায়। তবে এ কাজে কিছুটা অসুবিধা অবশ্য রয়েছে। কিউটি এবং জিটিকে ব্যবহারে জায়গা বেশি লাগে এবং মেমোরি খরচ হয় বেশি।

ইতিহাস

[সম্পাদনা]

উবুন্টুতে যেখানে গ্নোম ডেক্সটপ ব্যবহার করা হয় এবং গ্নোম ডেস্কটপের বিভিন্ন সংস্করণ প্রকাশের সাথে সমন্বিতভাবে এটি প্রকাশিত হয়।

মার্ক শাটলওয়ার্থ তার একটি স্বাক্ষাৎকারে বলেছেন:

আমি বিশ্বাস করি, কম্যুনিটি-ড্রাইভেন ডিস্ট্রোর মাধ্যমে কেডিই কম্যুনিটি একটি বিস্ময়কর কাজ করছে, এক্সা ব্যবহারকারী ও ডেভেলপারকে এ প্রকল্পে আগ্রহী করবে। আমার লক্ষ্য করছি যে, কেডিই ডেস্কটপ পরিবেশের মিশ্রনে একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ব্যবহারকারীকে তার পছন্দের ডেস্কটপ পরিবেশ নির্বাচনে সহায়তা করে।

— [১]

কুবুন্টু কম্যুনিটি তাদের প্রথম সংস্করণ প্রকাশ করেছে ৮ এপ্রিল ২০০৫ সালে।

গ্যালারি

[সম্পাদনা]

কুবুন্টুর সংস্করণসমূহ

[সম্পাদনা]

উবুন্টুর মতোই কুবুন্টুর যে সংস্করণগুলো প্রকাশিত হয়, সেগুলোর নাম দেওয়া হয় বছর ও মাসের ওপর ভিত্তি করে। প্রতিটি সংস্করণের একটি কোড নাম থাকে। কোনো সংস্করণ প্রকাশের পর ১৮ মাস পর্যন্ত ক্যানোনিক্যাল অধিকাংশ কুবুন্টু সংস্করণগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা এবং নিরাপত্তা বিষয়ক হালনাগাদ দিয়ে থাকে।[] এক্স৮৬ এবং এএমডি ৬৪-এর জন্য কুবুন্টুর ডেস্কটপ সিডিs এবং আলাদা ইনস্টলেশন সিডি দুটোই পাওয়া যায়। কেডিই ৩.৫ এবং কেডিই ৪- উভয়টিতে কুবুন্টু পাওয়া যায়।

রং বর্ণনা
লাল পুরনো সংস্করণ; এখন সাপোর্ট করা হচ্ছে না
হলুদ পুরনো সংস্করণ; এখন পর্যন্ত সাপোর্ট করা হচ্ছে
সবুজ বর্তমান সংস্করণ
নীল ভবিষ্যৎ সংস্করণ
সংস্করণ প্রকাশের তারিখ কোড নাম উপ-সংস্করণ যে সময় পর্যন্ত সহায়তা করা হবে মন্তব্য
৫.০৪ ২০০৫-০৪-০৮[] হোয়ারে এবং হেডজেহগ ২০০৬-১০-৩১ কেডিই ৩.৪ ব্যবহার করে প্রথম সংস্করণ প্রকাশ। এতে প্রয়োজনীয় কেডিই প্রোগ্রামগুলো অন্তর্ভুক্ত ছিলো, যদিও এর কিছু কিছু কেডিইর নিজস্ব প্রোগ্রাম নয়। বরং সেখানে আমারক, ক্যাফেইন, ওয়েনভিউ, এবং কে৩বি-এর কিছু প্রোগ্রাম অন্তভুর্ক্ত করা হয়েছিলো। সংস্করণটিতে হালনাগাদ-ম্যানেজার/আপগ্রেড নোটিফায়ার এবং কিকস্টার্টও অন্তর্ভুক্ত ছিলো।
৫.১০ ২০০৫-১০-১৩[][১০] ব্রিজি এবং ব্যাডগার ২০০১-০৪-১৩ কেডিই ৩.৪.৩ এবং গাইডেড কনফিগারেশন টুলস অনুর্ভুক্ত ছিলো এই সংস্করণটিতে। উপরন্তু, সেখানে আরও ভালোভাবে প্রোগ্রাম খোঁজার জন্য আগের সংস্করণের কিন্যাপ্টিক-এর বদলে অ্যাডেপ্ট প্যাকেজ ম্যানেজার যুক্ত করা হয়েছে। পাশাপাশি সিস্টেম সেটিংস, ভালোভাবে সজ্জিত কেকন্ট্রোল সেন্টার, কেডিই ব্লুট্রুথ, প্রগ্রেস বারসহ গ্র্যাফিক্যাল বুট প্রসেস, ওইএম ইনস্টলার সাপোর্ট, লাঞ্চপ্যাড ট্রেকিং, জিসিসি ৪.০ ইত্যাদি নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিলো।
৬.০৬ এলটিএস ২০০৬-০৬-০১[১১][১২] ড্যাপার ড্রেক ২০০৯-০৬ লং টার্ম সাপোর্ট বা এলটিএস, লাইভ সিডি এবং এক ডিস্ক থেকেই ইনস্টল সুবিধা, উবিকুইটি ইনস্টলার, অ্যাডেপ্ট নোটিফায়ার, সরল ইনস্টলার, গাইডেড এক্স ডিসপ্লে কনফিগারেশন, আরো ভালোভাবে এশিয়ান ভাষা সাপোর্ট আভাহি, নেটওয়ার্কিং সফটওয়্যার ইত্যাদি অন্তভুর্ক্ত ছিলো।
৬.১০ ২০০৬-১০-২৬[১৩][১৪] এডজি এফ্ট ২০০৮-০৪ কেডিই ৩.৫.৫। এই সংস্করণে ফটো ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন ডিগিক্যাম এবং প্রতিবন্ধীদের জন্য অ্যাকসেসিবিলিটিজ প্রোফাইলস অন্তর্ভুক্ত করা হয়। নতুন করে সিস্টেম সেটিংস তৈরি করা হয় এবং পাওয়ার ম্যানেজমেন্ট, ল্যাপটপ বাটন সাপোর্ট ও নেটওয়ার্কিং ব্যবস্থারও উন্নতি করা হয়। স্বয়ংক্রিয়ভাবে সমস্যা রিপোর্ট করার সুবিধা এবং আপস্টার্ট করা হয়।[১৫]
৭.০৪ ২০০৭-০৪-১৯[১৬] ফেটসি ফন ২০০৮-১০ কেডিই ৩.৫.৬। মাইগ্রেশন অ্যাসিস্টেন্টকেভিএম, ইজি কোডেক, সাধারণ এবং অ্যাডভান্সড লেভেলে সিস্টেম সেটিংস, হিউলেট-প্যাকার্ড প্রিন্টার ম্যানেজমেন্ট, কেনেটওয়ার্ক ম্যানেজার অন্তর্ভুক্ত ছিলো এই সংস্করণে। এছাড়া ডব্লিউপিএ সাপোর্ট, টপিকভিত্তিক সহায়তা, ওইএম ইনস্টলার হালনাগাদ যুক্ত করা হয়। তবে পাওয়ার পিসি সহায়তা অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়।
৭.১০ ২০০৭-১০-১৮[১৭][১৮] গাটসি গিবন ২০০৯-০৪ নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করা হয়। ডিফল্ট হিসেব স্ট্রিগি এবং ডলফিন যুক্ত করা হয়। প্যাকেজ ফাইল-এর জন্য জিডেবি গ্রাফিক্যাল ইনস্টলার যুক্ত করা হয়। প্রথমবারের মতো নির্বাচিত ড্রাইভার ম্যানেজার অন্তর্ভুক্ত করা হয়।[১৯] রিপোজিটরি থেকে নতুন কুবুন্টু-রেস্ট্রিকটেড অতিরিক্ত প্যাকেজ ডাউনলোড সুবিধাও যুক্ত হয়।
৮.০৪ ২০০৮-০৪-২৪[২০] হার্ডি হেরন ২০০৯-১০ এর দুটো ভার্সন- কেডিই ৩.৫ এবং কেডিই ৪.০ (কমিউনিটি সাপোর্টসহ)। এই সংস্করণে নোমভিত্তিক উবুন্টুর কিছু ফিচার যুক্ত করা হয়।[২১] এতে সিস্টেম কনফিগ প্রিন্টার, সহজে ভিডিও কোডেক ইনস্টলেশন ক্যাফেইন, সহজ কম্পিজ সেটাপ টুল এবং বুলেটপ্রুফ এক্স কেডিএম যুক্ত করা হয়।[২২][২৩] ভার্চুয়াল মেশিন চালানোর সময় কার্সর চালনা এবং অটোমেটিক গ্রাবিংও যুক্ত করা হয়।
৮.১০ ২০০৮-১০-৩০ ইন্ট্রেপিড আইবেক্স[২৪] ২০১০-০৪ কেডিই ৪.১.২ ডেস্কটপ এনভায়নমেন্ট ডিফল্ট হিসেবে সংযুক্ত করা হয়। কার্নেল ২.৬.২৭, এক্সসার্ভার ১.৫, অ্যাডেপ্ট ম্যানেজার ৩, কেনেটওয়ার্ক ম্যানেজার ০.৭, কেউইন ডেস্কটপ ইফেক্ট যুক্ত করা হয়। পাশাপাশি বিভিন্ন কুবুন্টু টুলও যুক্ত করা হয় এই সংস্করণে।
৯.০৪ ২০০৯-০৪-২৩ জন্টি জ্যাকলপস্‌ ২০১০-১০ কেডিই ৪.২.২ ডেক্সটপ এনভায়রনমেন্ট, কার্নেল ২.৬.২৮, Xserver 1.6, KPackageKit,[২৫] ext4 ফাইলসিস্টেম ব্যবহার, দ্রুত বুট হওয়া।[২৬], Community Supported PowerPC images added [২৭]
৯.১০ ২০০৯-১০-২৯ কারমিক কোয়ালা ২০১১-০৪ কেডিই ৪.৩.২ ডেক্সটপ এনভায়রনমেন্ট, গ্রাব ২, init system moved to Upstart, কার্নেল ২.৬.৩১
১০.০৪ এলটিএস ২০১০-০৪-২৯ লুসিড লিংকস ২০১৩-০৪ লং টার্ম সাপোর্স সংস্করণ। ডেক্সটপ সংস্করণের জন্য ৩ বছর এবং সার্ভার সংস্করণের জন্য পরবর্তী ৫ বছর নিরাপত্তা হালনাগাদ সমূহ পাওয়া যাবে । কেডিই ৪.৪.২ ডেক্সটপ এনভায়রনমেন্ট, কার্নেল ২.৬.৩২, কেপ্যাকেজকিট ০.৫.৪, ফায়ারফক্স কেডিই সংস্করণ, টাচপ্যাড কনফিগারেরশন মডিউল।
১০.১০ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০১১ তারিখে সম্ভাব্য তারিখ অক্টোবর ২০১০ ম্যাভরিক মীকট এপ্রিল ২০১২ কেডিই ৪.৫, দ্রুততর লগইন, ডিফল্ট ব্রাউজার রিকন্ক। নতুন ব্লুটুথ সফটওয়্যার, পালস অডিও সংযুক্তি। ক্যাটেগরী পদ্ধতি যুক্ত কেপ্যাকেজকিট, নেটবুকের উপযোগী গ্লোবাল মেনু, নতুন ইনস্টলার, ডেক্সটপ এবং নেটবুকের উপযোগী সমন্বিত সংস্করণ(সয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবে)

সিস্টেম রিকোয়ারমেন্টস

[সম্পাদনা]

কুবুন্টুর ডেস্কটপ সংস্করণগুলো বর্তমানে ইন্টেল এক্স৮৬ এবং এএমডি৬৪ আর্টিকেচার সাপোর্ট করছে। এগুলোর পাশাপাশি কিছু সার্ভার এসপিএআরসি আর্কিটেকচারও সাপোর্ট করে থাকে।[২৮] এছাড়া আনঅফিসিয়ালি পাওয়ারপিসি [২৯] আইএ-৬৪ (ইটানিয়াম) এবং প্লেস্টেশন৩ আর্কিটেকচার সাপোর্ট করে থাকে।

কুবুন্টুর জন্য সর্বনিম্ন ৩০০মেগাহার্জ এক্স৮৬ প্রসেসর, ৬৪মেবা র‌্যাম, ৪গিবা হার্ড ড্রাইভ[৩০] জায়গা এবং ৬৪০x৪৮০ রেজ্যুলুশনের ভিডিও কার্ড ভিজিএ সাপোর্টের দরকার হয়। তবে ডেস্কটপ ইনস্টলেশনের জন্য ৭০০মেগাহার্জ এক্স৮৬ প্রসেসর, ৩৮৪মেবা র‌্যাম, ৮গিবা হার্ড ড্রাইভ[৩০] জায়গা এবং ১০২৪x৭৬৮ রেজ্যুলুশনের ভিডিও কার্ড ভিজিএ হলে ভালো হয়। সার্ভার ইনস্টলের জন্য ৩০০মেগাহার্জ এক্স৮৬ প্রসেসর, ৬৪মেবা র‌্যাম[৩১] এবং ৬৪০x৪৮০ রেজ্যুলুশনের ভিডিও কার্ড সাপোর্টের দরকার হয়।

ডেস্কটপ এবং ল্যাপটপ[৩২] সার্ভার[৩২]
সর্বনিম্ন প্রয়োজন প্রস্তাবিত
প্রসেসর ৩০০ মেগাহার্জ(এক্স৮৬) ৭০০ মেগাহার্জ(এক্স৮৬) ৩০০ মেগাহার্জ (এক্স৮৬)
মেমোরি ৬৪ মেগাবাইট ৩৮৪ মেগাবাইট ৬৪ মেগাবাইট[৩১]
হার্ড ড্রাইভ সক্ষমতা ৪ গিগাবাইট[৩০] ৮ গিগাবাইট[৩০] ৫০০ মেগাবাইট[৩১]
ভিডিও কার্ড ভিজিএ @ ৬৪০x৪৮০ ভিজিএ @ ১০২৪x৭৬৮ ভিজিএ @ ৬৪০x৪৮০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "to be Sponsored by Blue Systems"। Kubuntu। ২০১২-০৪-১০। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-২৩ 
  2. "EoanErmine/ReleaseNotes/Kubuntu - Ubuntu Wiki"wiki.ubuntu.com 
  3. "Kubuntu 19.10 is released today - Kubuntu" 
  4. "Kubuntu FAQ"। ৭ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০০৯ 
  5. "Kubuntu Wiki"। ১৬ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০০৯ 
  6. "Kubuntu FAQ"। ৭ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০০৯ 
  7. "Ubuntu Releases FAQ"। সংগ্রহের তারিখ ২০০৬-১২-২১ 
  8. "5.04 Release Notes"। ২০০৫-০৪-০৮। ২০০৮-০৪-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-১৪ 
  9. "Ubuntu 5.10 announcement"। সংগ্রহের তারিখ ২০০৬-১০-১১ 
  10. "Ubuntu 5.10 release notes"। সংগ্রহের তারিখ ২০০৬-১২-২১ 
  11. "Ubuntu 6.06 LTS announcement"। ২০১১-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১২-২১ 
  12. "Ubuntu 6.06 LTS release notes"। সংগ্রহের তারিখ ২০০৬-১২-২১ 
  13. "Ubuntu 6.10 announcement"। ২০১১-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১০-২৬ 
  14. "Ubuntu 6.10 release notes"। সংগ্রহের তারিখ ২০০৬-১২-২১ 
  15. "Kubuntu 6.10 release announcement"। ২০০৭-০৩-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৩-৩০ 
  16. "Ubuntu 7.04 announcement"। সংগ্রহের তারিখ ২০০৭-০২-০৬ 
  17. "GutsyReleaseSchedule - Ubuntu Wiki"। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-১২ 
  18. "Introducing the Gutsy Gibbon"। ২০০৭-০৪-১২। ২০০৯-০২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-০৬ 
  19. "Kubuntu 7.10 Release Notes"। ২০০৭-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১১-০১ 
  20. "HardyReleaseSchedule"। সংগ্রহের তারিখ ২০০৭-১২-০১ 
  21. "Kubuntu Hardy Catchup - Ubuntu Wiki"। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০০৯ 
  22. "Back from Release Event, Printer Magic, Compiz Settings"। ১০ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৯ 
  23. "UDS"। ১০ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৯ 
  24. "Next Ubuntu release to be called Intrepid Ibex, due in October"। সংগ্রহের তারিখ ২০০৮-০২-২০ 
  25. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১০ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০০৯ 
  26. "JauntyJackalope/Alpha5/Kubuntu Introduction"। ২০১৫-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-১১ 
  27. Kubuntu 9.04 Release Announcement - http://www.kubuntu.org/news/9.04-release
  28. "Ubuntu to Support Sun 'Niagara' Platform" 
  29. "Technical Board Decision - February 2007"। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-১৩ 
  30. "Ubuntu Desktop Edition"। ২০০৭-১০-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-১৩ 
  31. "Preparing to Install"। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-১৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  32. "Ubuntu System Requirements"। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]