কুমাল (নেপালি: कुमाल) নেপালের একটি জাতি বা জাতিগোষ্ঠী, ঐতিহ্যগতভাবে মৃৎশিল্পের সাথে যুক্ত। [১] সস্তা, অধিক টেকসই শিল্প পাত্রের প্রতিযোগিতার কারণে এদের ঐতিহ্যবাহী পেশা বিপন্ন। [২] খুব কম যুবকই এই দক্ষতা শিখে। [১]
কুমাল লোকেরা কুমাল ভাষায় কথা বলে; [৩] তাদের ঐতিহ্যবাহী নৃত্য পাংদুরে-কে বিপন্ন বলে মনে করা হয়। [৪]
২০১১ সালের জনগণনা অনুসারে, নেপালে ১২১,০০০ কুমাল বাস করে; কুমাল ভাষার ১২,০০০ স্থানীয় ভাষাভাষী আছে। [৫]