![]() | |
লিগ | বাংলাদেশ প্রিমিয়ার লিগ |
---|---|
কর্মীবৃন্দ | |
অধিনায়ক |
|
কোচ | মোঃ সালাউদ্দিন আহমেদ |
মালিক | লিজেন্ডস স্পোর্টিং লিমিটেড (২০১৫-২০১৯, ২০২২ ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (২০১৯-২০) |
দলের তথ্য | |
শহর | কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ |
প্রতিষ্ঠা | ২০১৫–২০১৮, ২০২২–২০২৪ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স হিসাবে) ২০১৯ (কুমিল্লা ওয়ারিয়র্স হিসাবে) |
অবসান | ২০২৪ |
ইতিহাস | |
বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয় | ৪ (৩য়, ৬ষ্ঠ, ৮ম, ৯ম) |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল একটি বাংলাদেশী ফ্র্যাঞ্চাইজি দল, যা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলাকে প্রতিনিধিত্ব করেছিল।[১] এই দলটি নাফিসা কামালের কুমিল্লা লিজেন্ডস লিমিটেড কর্তৃক ২০১৫ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল।[২] কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ সালে বিপিএল-এর নতুন দল হিসেবে অংশগ্রহণ করেছিল। ২০১৯ সালে দলটি বিলুপ্ত করা হলে ২০১৯-২০ বিপিএল-এর সপ্তম আসরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মালিকানায় দলটিকে কুমিল্লা ওয়ারিয়র্স হিসাবে পুনর্গঠন করা হয়েছিল।
২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর শেখ হাসিনা পালিয়ে গেলে তার মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়; এবং তার সাথে এই ক্রিকেট দলটির মালিক সম্পর্কিত হওয়ায় দলটিও ভেঙে যায়।[৩]
বিপিএলের ৩য় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বরিশাল বুলসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয়।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিপিএলের ৬ষ্ঠ আসরে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দ্বিতীয় বারের মত শিরোপা জেতে বিপিএলের অন্যতম এই দলটি।
সাল | চূড়ান্ত অবস্থান |
---|---|
২০১৫ | চ্যাম্পিয়ন |
২০১৬ | লিগ পর্ব |
২০১৭ | প্লে-অফ |
২০১৯ | চ্যাম্পিয়ন |
২০১৯-২০ | লিগ পর্ব |
২০২২ | চ্যাম্পিয়ন |
২০২৩ | চ্যাম্পিয়ন |
২০২৪ | রানার্সআপ |