ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১১ সেপ্টেম্বর ১৯৮৪ | ||
জন্ম স্থান | কাংনুং, দক্ষিণ কোরিয়া | ||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাশিমা অ্যান্টলার্স | ||
জার্সি নম্বর | ১ | ||
যুব পর্যায় | |||
২০০২–২০০৫ | সানজু বিশ্ববিদ্যালয় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৬–২০১৬ | জেওনবুক হুন্দাই মোটরস | ২৩১ | (০) |
২০১১–২০১২ | → গিমছন সাঙ্গমু | ৩১ | (০) |
২০১৭– | কাশিমা অ্যান্টলার্স | ৮১ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৫– | দক্ষিণ কোরিয়া | ৬ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৫৭, ৭ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৫৭, ৭ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
কুয়ান সুন-তে (কোরীয়: 권순태; হাঞ্জা: 權純泰, কোরীয় উচ্চারণ: [kwʌn.sun.tʰɛ̝], ইংরেজি: Kwoun Sun-tae; জন্ম: ১১ সেপ্টেম্বর ১৯৮৪) হলেন একজন দক্ষিণ কোরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাশিমা অ্যান্টলার্স এবং দক্ষিণ কোরিয়া জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১][২]
সুন-তে ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; দক্ষিণ কোরিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
কুয়ান সুন-তে ১৯৮৪ সালের ১১ই সেপ্টেম্বর তারিখে দক্ষিণ কোরিয়ার কাংনুংয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
২০১৫ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে, ৩০ বছর, ১১ মাস ও ২৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী সুন-তে লাওসের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে দক্ষিণ কোরিয়ার হয়ে অভিষেক করেছেন।[৩] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৪] ম্যাচে তিনি ১ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[৫] ম্যাচটি দক্ষিণ কোরিয়া ৮–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৬] দক্ষিণ কোরিয়ার হয়ে অভিষেকের বছরে সুন-তে সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
দক্ষিণ কোরিয়া | ২০১৫ | ২ | ০ |
২০১৬ | ১ | ০ | |
২০১৭ | ৩ | ০ | |
সর্বমোট | ৬ | ০ |