![]() | |||
ডাকনাম | আল-আজরাক | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
প্রধান কোচ | আন্দ্রেস কারাস্কো কারিয়ো | ||
অধিনায়ক | বদর আল মুতাওয়া | ||
সর্বাধিক ম্যাচ | বদর আল মুতাওয়া (১৭৮)[১] | ||
শীর্ষ গোলদাতা | বাশার আব্দুল্লাহ (৭৫) | ||
মাঠ | জাবির আল-আহমদ স্টেডিয়াম | ||
ফিফা কোড | KUW | ||
ওয়েবসাইট | kfa | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৩৬ ![]() | ||
সর্বোচ্চ | ২৪ (ডিসেম্বর ১৯৯৮) | ||
সর্বনিম্ন | ১৮৯ (ডিসেম্বর ২০১৭) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১১৭ ![]() | ||
সর্বোচ্চ | ২৮ (সেপ্টেম্বর ১৯৮০) | ||
সর্বনিম্ন | ১৩৬ (এপ্রিল ১৯৬৬) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (মরক্কো; ৩ সেপ্টেম্বর ১৯৬১) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (কুয়েত সিটি, কুয়েত; ১৪ ফেব্রুয়ারি ২০০০) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (মরক্কো; ৪ সেপ্টেম্বর ১৯৬১) ![]() ![]() (লেইরিয়া, পর্তুগাল; ১৯ নভেম্বর ২০০৩) | |||
বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ১ (১৯৮২-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (১৯৮২) | ||
এএফসি এশিয়ান কাপ | |||
অংশগ্রহণ | ১০ (১৯৭২-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (১৯৮০) | ||
ডাব্লিউএএফএফ চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ৪ (২০১০-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (২০১০) |
কুয়েত জাতীয় ফুটবল দল (ইংরেজি: Kuwait national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কুয়েতের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম কুয়েতের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।[৪] ১৯৬১ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে, কুয়েত প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মরক্কোয় অনুষ্ঠিত কুয়েত এবং লিবিয়ার মধ্যকার উক্ত ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছে।
৬০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট জাবির আল-আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আল-আজরাক নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আন্দ্রেস কারাস্কো কারিয়ো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন কাদসিয়ার আক্রমণভাগের খেলোয়াড় বদর আল মুতাওয়া।
কুয়েত এপর্যন্ত মাত্র ১ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যেখানে তারা শুধুমাত্র প্রথম পর্বে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপে কুয়েত অন্যতম সফল দল, যেখানে তারা ১টি (১৯৮০) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, কুয়েত ২০১০ ডাব্লিউএএফএফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছে।
বদর আল মুতাওয়া, জামাল মুবারক, নুহাইর আল শাম্মারি, ইউসুফ আল সালমান এবং ওয়ালিদ আলির মতো খেলোয়াড়গণ কুয়েতের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ১৯৯৩ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে কুয়েত তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১ম) অর্জন করে এবং ২০১৩ সালের জুন মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ২২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে কুয়েতের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা সর্বপ্রথম ১৯৫৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২০। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৩৪ | ![]() |
![]() |
১১০৪.২৬ |
১৩৫ | ![]() |
![]() |
১১০২.১ |
১৩৬ | ![]() |
![]() |
১০৯৮.০৭ |
১৩৭ | ![]() |
![]() |
১০৯৭.৮৪ |
১৩৮ | ![]() |
![]() |
১০৮৬.৯৩ |
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১১৫ | ![]() |
![]() |
১৩৬৬ |
১১৬ | ![]() |
![]() |
১৩৬৩ |
১১৭ | ![]() |
![]() |
১৩৬২ |
১১৮ | ![]() |
![]() |
১৩৫০ |
১১৮ | ![]() |
![]() |
১৩৫০ |
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ৬ | ১ | ১ | ৪ | ৪ | ৮ | ||||||||
![]() |
১২ | ৮ | ১ | ৩ | ২৩ | ১০ | |||||||||
![]() |
প্রথম পর্ব | ২১তম | ৩ | ০ | ১ | ২ | ২ | ৬ | ৯ | ৭ | ১ | ১ | ২০ | ৬ | |
![]() |
উত্তীর্ণ হয়নি | ৪ | ২ | ১ | ১ | ৮ | ২ | ||||||||
![]() |
৪ | ৩ | ০ | ১ | ৬ | ৩ | |||||||||
![]() |
৬ | ৩ | ২ | ১ | ২১ | ৪ | |||||||||
![]() |
১২ | ৬ | ২ | ৪ | ১৭ | ৯ | |||||||||
![]() ![]() |
৬ | ৪ | ১ | ১ | ৯ | ৩ | |||||||||
![]() |
১২ | ৬ | ১ | ৫ | ১৯ | ১৫ | |||||||||
![]() |
৬ | ১ | ১ | ৪ | ৮ | ১২ | |||||||||
![]() |
৮ | ৪ | ২ | ২ | ১৩ | ১০ | |||||||||
![]() |
নিষিদ্ধ হওয়ার ফলে অনুত্তীর্ণ[৫][৬] | ৮ | ৩ | ১ | ৪ | ১২ | ১০ | ||||||||
![]() |
অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | প্রথম পর্ব | ১/২১ | ৩ | ০ | ১ | ২ | ২ | ৬ | ৯৩ | ৪৮ | ১৪ | ৩১ | ১৬০ | ৯২ |