কুরঘান قرغان | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান[১] | |
স্থানাঙ্ক: ৩৭°০২′ উত্তর ৬৪°৫৬′ পূর্ব / ৩৭.০৪° উত্তর ৬৪.৯৪° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | ফারিয়ব প্রদেশ |
জেলা | কুরঘান |
আয়তন | |
• মোট | ৭৯৭ বর্গকিমি (৩০৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭) | |
• মোট | ২,৭১,১৬০ |
কুরঘান আফগানিস্তানের ফারিয়ব প্রদেশের একটি জেলা।[২] এটি আন্দখল জেলার পশ্চিম অংশ হিসেবে ২০০৫ সালে গঠন করা হয়েছিল। জেলাটির কেন্দ্রীয় শহর কোরানঘন আন্দখয় এর খুব কাছাকাছি অবস্থান করছে, যেটি ৩১৭ মিটার উচ্চতায় অবস্থিত।
জেলাটির অবস্থান বলতে গেলে ৭৯৭ বর্গকিলোমিটার (৩০৮ মা২) এবং এখানে মোট ১৩টি গ্রাম রয়েছে। ২০০৩ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী, জেলাটির জনসংখ্যার ছিল প্রায় ২৭,১১৬ জন এর মত।[৩]
আফগানিস্তানের ফারিয়ব প্রদেশের অবস্থান বিষয়ক বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |