ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | কুশল মাল্লা | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | বুটওয়াল, রূপন্দেহী জেলা, নেপাল | ৫ মার্চ ২০০৪|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বাঁহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | বাঁহাতি অফ স্পিন | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল রাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ২২) | ৮ ফেব্রুয়ারি ২০২০ বনাম মার্কিন যুক্তরাষ্ট্র | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১৭ সেপ্টেম্বর ২০২১ বনাম মার্কিন যুক্তরাষ্ট্র | |||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক (ক্যাপ ২৭) | ২৭ সেপ্টেম্বর ২০১৯ বনাম জিম্বাবুয়ে | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ৩০ মার্চ ২০২২ বনাম মালয়েশিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ৩০ মার্চ ২০২২ |
কুশল মল্ল (নেপালি: कुशल मल्ल উচ্চারণ [ˈkusʌl ˈmʌlːʌ]; জন্ম ৫ মার্চ ২০০৪) একজন নেপালি ক্রিকেটার।[১] মল্ল একজন অল রাউন্ডার। তিনি বাঁহাতি ব্যাটসম্যান এবং একজন বাঁহাতি অফ স্পিনার।[২]
২০১৯ সালের সেপ্টেম্বরে, তাকে ২০১৯–২০ সিঙ্গাপুর ত্রি-দেশীয় সিরিজ এবং ২০১৯–২০ ওমান পাঁচদেশীয় সিরিজের জন্য নেপালের স্কোয়াডে তাকে নির্বাচন করা হয়েছিল।[৩][৪] ২৭ সেপ্টেম্বর ২০১৯-এ সিঙ্গাপুর ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে নেপালের হয়ে তার টি-টোয়েন্টিতে অভিষেক হয়।[৫]
২০২০ সালের জানুয়ারীতে, তাকে ২০২০ নেপাল ত্রিদেশীয় সিরিজের জন্য নেপালের একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) মল্লকে স্কোয়াডে নির্বাচন করা হয়েছিল।[৬][৭] ফেব্রুয়ারি ২০২০-এ নেপালের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাঁর একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়। ম্যাচে তিনি ৫১ বলে ৫০ রান করেন এবং ১৫ বছর ৩৪০ দিন বয়সে তিনি আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ পুরুষ ক্রিকেটার হন।[৮]
২০২২ সালের সেপ্টেম্বরে, তিনি ছিলেন নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক কেন্দ্রীয় চুক্তিতে ভূষিত হওয়া আঠারোজন ক্রিকেটারের একজন।[৯] এপ্রিল ২০২১-এ, ২০২২-২১ নেপাল ত্রি-দেশীয় সিরিজের ফাইনালে, তিনি একটি টি-টোয়েন্টি ম্যাচে অর্ধশতক করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে অপরাজিত ৫০ রান করেন।[১০]