কুশীনগর कुशीनगर কাশিয়া | |
---|---|
শহর | |
মানচিত্রে কুশীনগর | |
স্থানাঙ্ক: ২৬°৪৪′২৮″ উত্তর ৮৩°৫৩′১৭″ পূর্ব / ২৬.৭৪১° উত্তর ৮৩.৮৮৮° পূর্ব | |
গ্রাম | ভারত |
রাজ্য | উত্তর প্রদেশ |
ভারতের জেলার তালিকা | কুশীনগর জেলা |
সরকার | |
• জেলা ম্যাজিস্ট্রেট | রিগজিয়ান সেম্ফিল |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৭,৯৮৩ |
ভাষাগত | |
• দাপ্তরিক | হিন্দি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫.৩০) |
ওয়েবসাইট | www |
কুশীনগর (হিন্দি: कुशीनगर, উর্দু: کُشی نگر), ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলার একটি শহর। এটি বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান যেখানে বৌদ্ধ পরিনির্বান লাভ করেন[১]।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত-র রাজত্বকালে বিখ্যাত চীন দেশীয় পরিব্রাজক ফা-হিয়েন ভারত ভ্রমণ করেন। ভারতে তিনি পেশোয়ার, মথুরা, কনৌজ, শ্রাবস্তী, কাশী, কপিলাবস্তু, কুশীনগর, বৈশালী, পাটলীপুত্র এবং তাম্রলিপ্ত-এ দুই বছর অতিবাহিত করেন।[২]
Google Maps calculates the coordinates of the Parinirvana Stupa at (26.739177,83.890663), and the Cremation Stupa (Makutabandhana) at (26.735976,83.904924).