কৃতি স্যানন | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | জয়পি তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০১০–বর্তমান |
উচ্চতা | ১৭৭ সেন্টিমিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) |
কৃতি স্যানন (জন্ম: ২৭ জুলাই ১৯৯০)[১] একজন ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী।[২][৩] মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে আগমন করার পরে তিনি সুকুমারের তেলুগু চলচ্চিত্র ১ নেনোক্কাদিন-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম বলিউড চলচ্চিত্র ছিল সাব্বির খানের রোমান্টিক এ্যাকশনধর্মী ধাচের হিরোপন্তি। উক্ত চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের সুবাদে তিনি ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী লাভ করেন।[৪][৫][৬]
নির্দেশ করে যেসব চলচ্চিত্র এখনো মুক্তি পায়নি |
বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | টীকা |
---|---|---|---|---|
২০১৪ | ১: নেনোক্কাদিন | সামিরা | তেলুগু | |
হিরোপন্তি | ডিম্পি | হিন্দি | ||
২০১৫ | দোসাই | মীরা | তেলুগু | |
দিলওয়ালে | ইশিতা | হিন্দি | ||
২০১৬ | রাবতা | সায়রা সিং/সায়বা | ||
২০১৭ | বরেলি কি বর্ফী | বিট্টি মিশ্র | ||
স্ত্রী | ভূতনী | বিশেষ উপস্থিতি "আ কাভি হাবেলী পে"[৭] | ||
২০১৯ | লুকা ছুপি | রেশমি ত্রিবেদী | [৮] | |
কলঙ্ক | বেনামী | বিশেষ উপস্থিতি[৯] | ||
অর্জুন পাতিওয়ালা | রীতু রান্ডহাওয়া | |||
হাউসফুল ৪ | রাজকুমারী মধু/কৃতি | |||
পানিপথ | পার্বতী বাঈ | |||
পতি পত্নী অউর ভো | নেহা খান্না | বিশেষ উপস্থিতি[১০] | ||
২০২০ | মিমি | প্রক্রিয়াধীন[১১] |
বছর | গান | শিল্পী | সুরকার | তথ্যসূত্র |
---|---|---|---|---|
২০১৫ | "চল ওয়াহান জাতি হ্যায়" | অরিজিৎ সিং | আমাল মালিক | [১২] |
২০১৭ | "পাস আয়ো" | প্রকৃতি কাকার, আরমান মালিক | আমাল মালিক | [১৩] |
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০১৪ | স্টারডাস্ট অ্যাওয়ার্ডস | স্টারডাস্ট অ্যাওয়ার্ডস ফর সুপারস্টার টুমোরো – ফেমেল | হিরোপন্তি | মনোনীত[১৪] |
২০১৫ | বিগ স্টার এন্টারটেইন্টমেন্ট অ্যাওয়ার্ডস | বিগ স্টার মোস্ট এন্টারটেইন্টমেন্ট এ্যাকটর - ফেমেল | হিরোপন্তি | বিজয়ী[১৫][১৬] |
২০১৫ | স্ক্রিন অ্যাওয়ার্ড | মোস্ট প্রমিজিং নিউকামার - ফিমেল | হিরোপন্তি | মনোনীত[১৭] |
২০১৫ | ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ নবাগত নারী | হিরোপন্তি | বিজয়ী[১৮] |
২০১৫ | আইফা পুরস্কার | বছরের স্টার অভিষেক | হিরোপন্তি | বিজয়ী |
২০১৫ | রাশি গিল্ড পুরস্কার | শ্রেষ্ঠ নারী অভিষেক | হিরোপন্তি | বিজয়ী |