কৃষ্ণনগর সদর মহকুমা | |
---|---|
![]() | |
স্থানাঙ্ক: ২৩°২৪′ উত্তর ৮৮°৩০′ পূর্ব / ২৩.৪০° উত্তর ৮৮.৫০° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | নদিয়া |
ভাষা | |
• দাপ্তরিক | বাংলা, ইংরেজি |
আইএসও ৩১৬৬ কোড | ISO 3166-2:IN |
যানবাহন নিবন্ধন | WB |
ওয়েবসাইট | nadia |
কৃষ্ণনগর সদর মহকুমা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি মহকুমা। এই মহকুমা কৃষ্ণনগর ও নবদ্বীপ পুরসভা এবং সাতটি সমষ্টি উন্নয়ন ব্লক (কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর-১, কৃষ্ণনগর-২, নবদ্বীপ ও কৃষ্ণগঞ্জ) নিয়ে গঠিত। এই সাতটি ব্লকে ৭৭টি গ্রাম পঞ্চায়েত ও ছয়টি সেন্সাস টাউন বর্তমান। মহকুমার সদর কৃষ্ণনগর।
মহকুমা কৃষ্ণনগর ও নবদ্বীপ পুরসভা ছাড়া কৃষ্ণনগর সদর মহকুমায় কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর-১, কৃষ্ণনগর-২, নবদ্বীপ ও কৃষ্ণগঞ্জ ব্লক সাতটির অধীনে মোট ৭৭টি গ্রাম পঞ্চায়েত ও ছয়টি সেন্সাস টাউন রয়েছে।[১] উক্ত সেন্সাস টাউনগুলি হল: জগদানন্দপুর, ক্ষিদিরপুর, বারুইহুদা, বাবলারি দেওয়ানগঞ্জ, চার মাইজদিয়া ও চার ব্রহ্মনগর।[২]
নদিয়া জেলা নিম্নলিখিত চারটি মহকুমা বিভক্ত:[৩]
মহকুমা | সদর | ক্ষেত্রফল কিমি2 |
জনসংখ্যা (২০১১) |
গ্রামীণ জনসংখ্যা % (২০১১) |
শহুরে জনসংখ্যা % (২০১১) |
---|---|---|---|---|---|
তেহট্ট | তেহট্ট | ৮৬২.১৮ | ৭,৯৬,২৪৫ | ৯৭.১৫ | ২.৮৫ |
কৃষ্ণনগর সদর | কৃষ্ণনগর | ১,৬৬১.১০ | ২১,৮৬,৫০৩ | ৭৯.২০ | ২০.৮০ |
রাণাঘাট | রানাঘাট | ৮৯৩.৫৮ | ১৪,৩২,৭৬১ | ৫৮.৩২ | ৪১.৬৮ |
কল্যাণী | কল্যাণী | ৫২৬.৫৭ | ৮,৯১,৫৬৩ | ২৩.২৭ | ৭৬.৭৩ |
নদিয়া জেলা | কৃষ্ণনগর | ৩,৯২৭.০০ | ৫৩,০৭,০৭২ | ৬৬.৮৬ | ৩৩.১৪ |
কৃষ্ণনগর সদর মহকুমায় অবস্থিত সমষ্টি উন্নয়ন ব্লকসমূহ নিম্নরূপ:[৩][৪]
ব্লক | সদর | ক্ষেত্রফল কিমি২ |
জনসংখ্যা (২০১১) |
তফসিলি জাতি % | তফসিলি উপজাতি % | হিন্দু % | মুসলমান % | সাক্ষরতার হার % |
জনগণনা নগর |
---|---|---|---|---|---|---|---|---|---|
কালীগঞ্জ | দেবগ্রাম | ৩২০.০২ | ৩,৩৪,৮৮১ | ১৫.২২ | ০.৪৯ | ৪১.৩৬ | ৫৮.৫১ | ৬৫.৮৯ | ২ |
নাকাশীপাড়া | বেথুয়াডহরী | ৩৬০.৯৪ | ৩,৮৬,৫৬৯ | ২৩.২৭ | ২.৫৬ | ৪৬.৫৩ | ৫৩.০৬ | ৬৪.৮৬ | ২ |
চাপড়া | চাপড়া | ৩০৫.৯৭ | ৩.১০,৬৫২ | ১৫.৮৫ | ০.৬৫ | ৩৭.১৫ | ৫৯.৭২ | ৬৮.২৮ | ১ |
কৃষ্ণগঞ্জ | মাঝদিয়া | ১৫১.৬০ | ১,৫৬,৭০৫ | ৪৫.৫৫ | ৬.৪৭ | ৯৩.৯৮ | ৫.৮৭ | ৭২.৮৬ | - |
কৃষ্ণনগর ১ | রুইপুকুর | ২৭৩.১৯ | ৩,১৪,৮৩৩ | ৩৫.৯৬ | ৫.০৯ | ৮২.৭৮ | ১৫.২৫ | ৭১.৪৫ | ৩ |
কৃষ্ণনগর ২ | ধুবুলিয়া | ১২৪.৩৭ | ১,৩৯,৪৭২ | ১৮.৩৩ | ১.৬৪ | ৫৭.০২ | ৪২.৮৪ | ৬৮.৫২ | ১ |
নবদ্বীপ | নবদ্বীপ | ৯৭.৩৯ | ১,৩৫,৩১৪ | ১৪.৪৯ | ১.১৪ | ৬১.৩৯ | ৩৮.২০ | ৬৭.৭২ | ৭ |
এই মহকুমায় সাতটি ব্লকে মোট ৭৭ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, যথা:[৫]
কালীগঞ্জ ব্লকের গ্রামীণ এলাকা ১৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বড়চাঁদঘর, হাটগাছা, মীরা-১, পালিতবাগিয়া, দেবগ্রাম, জুরানপুর, মীরা-২, পানিঘাটা, ফরিদপুর, কালীগঞ্জ, পলাশী-১, রাজারামপুর ঘোড়াইক্ষেত্র, গোবরা, মাটিয়ারি ও পলাশী-২।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি কালীগঞ্জ থানার অধীনস্থ।[৬] ব্লকের সদর দেবগ্রাম।[৭]
নাকাশীপাড়া ব্লকের গ্রামীণ এলাকা ১৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বেথুয়াডহরী, দহরি-১, বিল্বগ্রাম, ধর্মদা, মুড়াগাছা, বেথুয়াডহরী-২, বীরপুর-১, দোগাছিয়া, নাকাশিপাড়া, বিক্রমপুর, বীরপুর-২, হরনগর, পাতিকাবাড়ি, বিলকুমারী, ধনঞ্জয়পুর ও মাঝেরগ্রাম।[১] এই ব্লকের শহরাঞ্চল জগদানন্দপুর ও ক্ষিদিরপুর সেন্সাস টাউন দুটি নিয়ে গঠিত।[২] ব্লকটি নাকাশিপাড়া থানার অধীনস্থ।[৬] ব্লকের সদর দেবগ্রাম।[৭]
চাপড়া ব্লকের গ্রামীণ এলাকা ১৩টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এর প্রধান কেন্দ্র চাপড়া। এগুলি হল: আলফা, চাপড়া-২, হৃদয়পুর, পিপড়াগাছি, বাগবেড়িয়া, হাতিশালা-১, কলিঙ্গ, বৃত্তিহুদা, হাতিশালা-২, মহতপুর, চাপড়া-১, হাটখোলা ও মহেশপুর।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি চাপড়া থানার অধীনস্থ।[৬] ব্লকের সদর বাঙালঝি।[৭]
কৃষ্ণনগর-১ ব্লকের গ্রামীণ এলাকা ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আসাননগর, ভাতজঙলা, দিগনগর, জোয়ানিয়া, ভালুকা, ভীমপুর, দোগাছি, পোড়াগাছা, ভাণ্ডারখোলা, চকদিলনগর, দায়পাড়া ও রুইপুকুর।[১] এই ব্লকের শহরাঞ্চল বারুইহুদা সেন্সাস টাউনটি নিয়ে গঠিত।[২] ব্লকটি কৃষ্ণনগর থানার অধীনস্থ।[৬] ব্লকের সদর কৃষ্ণনগর রোড।[৭]
কৃষ্ণনগর-২ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বেলপুকুর, ধুবুলিয়া-২, নোয়াপাড়া-২, সাধনপাড়া-২, ধুবুলিয়া-১, নোয়াপাড়া-১ ও সাধনপাড়া-১।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি ধুবুলিয়া তদন্ত কেন্দ্র থানার অধীনস্থ।[৬] ব্লকের সদর ধুবুলিয়া।[৭]
নবদ্বীপ ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বাবলারি, মহীশূরা, মায়াপুর বামনপুকুর-২, চারমাজদিয়া, চারব্রহ্মানগর, মাজদিয়া পানশিলা, মায়াপুর বামনপুকুর-১, স্বরূপগঞ্জ ও ফকিরডাঙা ঘোলাপাড়া।[১] এই ব্লকের শহরাঞ্চল বাবলারি দেওয়ানগঞ্জ, চার মাজদিয়া ও চার ব্রহ্মানগর সেন্সাস টাউন তিনটি নিয়ে গঠিত।[২] ব্লকটি নবদ্বীপ থানার অধীনস্থ।[৬] ব্লকের সদর মহেশগঞ্জ।[৭]
কৃষ্ণগঞ্জ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: ভজনঘাট টুঙ্গি, জয়ঘাটা, মাটিয়ারি বানপুর, তালদহ মাজদিয়া, গোবিন্দপুরে, কৃষ্ণগঞ্জ ও শিবনিবাস।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি কৃষ্ণগঞ্জ থানার অধীনস্থ।[৬] ব্লকের সদর কৃষ্ণগঞ্জ।[৭]
সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে:[৮]
পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর ও নবদ্বীপ বিধানসভা কেন্দ্রগুলি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। কৃষ্ণনগর দক্ষিণ ও কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রদুটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত।